মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫