প্রযুক্তি প্রতিবেদক
সামনেই পয়লা বৈশাখ। তারপর ঈদ। এ দুই উৎসবকে সামনে রেখে দেশের বাজারে অনেক বিদেশি ব্র্যান্ডের নতুন নতুন ফোন উন্মুক্ত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি মোবাইল ব্র্যান্ড সিম্ফনি ও ওয়ালটন নতুন দুটি ফোনসেট বাসায় নিয়ে এসেছে।
দেশের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি উৎসব সামনে রেখে নিয়ে আসছে জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড ৪০। ড্যাজলিং ব্লু, ডেলাইটফুল গ্রিন ও জলি ব্লু—এই তিন রঙের হ্যান্ডসেট বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডল অফারসহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।
নিজেদের নতুন মডেল সম্পর্কে সিম্ফনির বিপণন বিভাগের প্রধান তাইয়েবুর রহমান বলেন, সিম্ফনি বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড, যারা গত একযুগ ধরে সুলভ মূল্যে উন্নত প্রযুক্তির পণ্য এ দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ২০২১ সালে সিম্ফনির বেশ কিছু চমকের মধ্যে একটি হলো সিম্ফনি জেড ৪০। এতে থাকছে পাঞ্চহোল ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও গেমিং চিপসেট। সিম্ফনির এ ফ্ল্যাগশিপ ফোনসেটে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর এই হ্যান্ডসেটে আছে ৬.৫৫ ইঞ্চি ২.৫ডি ইনসেল পাঞ্চহোল ডিসপ্লে। এইচডি প্লাস রেজ্যুলেশন ও ২.৩ গিগাহার্টজের পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেকের গেমিং চিপসেট জি৩৫-এর সঙ্গে জিপিউ হিসেবে রয়েছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০। ৮ দশমিক ৯ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। স্বাভাবিক ব্যবহারে এই ব্যাটারি অনায়াসে দুদিন ব্যবহার করা যাবে।
ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ কোয়াড (চার) ব্যাক ক্যামেরার নতুন স্লিম স্মার্টফোন প্রিমো আরএক্সএইট। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার এ ফোনে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ‘প্রিমো আরএক্সএইট ফোনটির বর্তমান মূল্য ১৫ হাজার ৫৯৯ টাকা। তবে ১৫ এপ্রিল পর্যন্ত ক্রেতাদের ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ফোনটি ঘরে বসে অনলাইনে ইপ্লাজা ডট ওয়ালটনবিডি থেকে কেনা যাচ্ছে।’
ওয়ালটনের ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফোনের কার্যক্ষমতা ও গতি বৃদ্ধিতে ৪ জিবি র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। রয়েছে ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ), যা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।
সামনেই পয়লা বৈশাখ। তারপর ঈদ। এ দুই উৎসবকে সামনে রেখে দেশের বাজারে অনেক বিদেশি ব্র্যান্ডের নতুন নতুন ফোন উন্মুক্ত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি মোবাইল ব্র্যান্ড সিম্ফনি ও ওয়ালটন নতুন দুটি ফোনসেট বাসায় নিয়ে এসেছে।
দেশের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি উৎসব সামনে রেখে নিয়ে আসছে জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড ৪০। ড্যাজলিং ব্লু, ডেলাইটফুল গ্রিন ও জলি ব্লু—এই তিন রঙের হ্যান্ডসেট বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডল অফারসহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।
নিজেদের নতুন মডেল সম্পর্কে সিম্ফনির বিপণন বিভাগের প্রধান তাইয়েবুর রহমান বলেন, সিম্ফনি বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড, যারা গত একযুগ ধরে সুলভ মূল্যে উন্নত প্রযুক্তির পণ্য এ দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ২০২১ সালে সিম্ফনির বেশ কিছু চমকের মধ্যে একটি হলো সিম্ফনি জেড ৪০। এতে থাকছে পাঞ্চহোল ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও গেমিং চিপসেট। সিম্ফনির এ ফ্ল্যাগশিপ ফোনসেটে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর এই হ্যান্ডসেটে আছে ৬.৫৫ ইঞ্চি ২.৫ডি ইনসেল পাঞ্চহোল ডিসপ্লে। এইচডি প্লাস রেজ্যুলেশন ও ২.৩ গিগাহার্টজের পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেকের গেমিং চিপসেট জি৩৫-এর সঙ্গে জিপিউ হিসেবে রয়েছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০। ৮ দশমিক ৯ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। স্বাভাবিক ব্যবহারে এই ব্যাটারি অনায়াসে দুদিন ব্যবহার করা যাবে।
ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ কোয়াড (চার) ব্যাক ক্যামেরার নতুন স্লিম স্মার্টফোন প্রিমো আরএক্সএইট। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার এ ফোনে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।
ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ‘প্রিমো আরএক্সএইট ফোনটির বর্তমান মূল্য ১৫ হাজার ৫৯৯ টাকা। তবে ১৫ এপ্রিল পর্যন্ত ক্রেতাদের ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ফোনটি ঘরে বসে অনলাইনে ইপ্লাজা ডট ওয়ালটনবিডি থেকে কেনা যাচ্ছে।’
ওয়ালটনের ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফোনের কার্যক্ষমতা ও গতি বৃদ্ধিতে ৪ জিবি র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। রয়েছে ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারন্যাল স্টোরেজ), যা ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫