নতুন আইপ্যাড উন্মোচন না করে একটি বছর পার করল অ্যাপল। তাই ২০২৪ সালের আইপ্যাড এয়ারে কোন কোন নতুন ফিচার যুক্ত হবে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মডেলটির সম্ভাব্য ফিচার ও দাম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে।
গত ২৩ এপ্রিল অ্যাপল ঘোষণা করেছে, আগামী ৭ মে একটি বিশেষ অনলাইন ইভেন্টের আয়োজন করবে কোম্পানিটি। আর এই লাইভইস্ট্রিমেই অ্যাপল আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন।
আইপ্যাড এয়ার ও প্রো মডেল গত মার্চে উন্মোচন হবে বলে জানিয়েছিল ডিজিটাইমস। তবে সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়নি।
আইপ্যাড এয়ারের দাম
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড ও ম্যাশাবলের মতে, ২০২৩ সালের আইপ্যাড এয়ারের ১০ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার হবে।
তবে নতুন ১২ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দামটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কিছুটা জটিল। ম্যাকরিউমারের মতে, এই মডেলর দাম ৭৯৯ ডলার হতে পারে।
আবার ম্যাকওয়ার্ল্ডের মতে, এই সংস্করণের দাম ৬৯৯ ডলার হবে।
নতুন আইপ্যাড এয়ার মডেলটি ষষ্ঠ প্রজন্মের হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলে সম্ভাব্য চারটি ফিচার হলো—
১. আইপ্যাড এয়ারের দুটি সংস্করণ
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ার মডেলে দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। একটি হলো ১০ দশমিক ৯ ইঞ্চি, আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণ। অর্থাৎ, আইপ্যাড প্রোর মতো আইপ্যাড এয়ার ৬-এর দুটি সংস্করণ থাকবে।
২. মিনিএলইডি ডিসপ্লে
আইপ্যাড এয়ারের মিনিএলইডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হবে। এটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণে থাকতে পারে।
৩. সামনের ক্যামেরার অবস্থান পরিবর্তন
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট শ্রিম্পঅ্যাপলপ্রো বলে, নতুন মডেলগুলোর ক্যামেরা একদম ওপরে থাকার পরিবর্তে একটি সাইডে থাকবে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে আর ভিডিও কল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪. নতুন এম২ চিপের ব্যবহার
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ারে এম২ চিপ ব্যবহার করা হবে। ২০২২ সালের আইপ্যাড এয়ারে এম১ চিপ ব্যবহার করা হয়েছিল।
তবে নতুন অ্যাইপ্যাড এয়ার মডেলটিতে এম৩ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার। আইপ্যাড প্রো থেকে আলাদা করতেই আইপ্যাড এয়ারে এম২ চিপ যুক্ত করার সম্ভাবনা বেশি।
আইপ্যাড এয়ারের নকশায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাড প্রোর তুলনায় আইপ্যাড এয়ার কিছুটা মোটা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া নতুন ম্যাজিক কিবোর্ড ও পেন্সিলও উন্মোচন করতে পারে অ্যাপল।
নতুন আইপ্যাড উন্মোচন না করে একটি বছর পার করল অ্যাপল। তাই ২০২৪ সালের আইপ্যাড এয়ারে কোন কোন নতুন ফিচার যুক্ত হবে, তা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। বেশ কয়েকটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মডেলটির সম্ভাব্য ফিচার ও দাম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে।
গত ২৩ এপ্রিল অ্যাপল ঘোষণা করেছে, আগামী ৭ মে একটি বিশেষ অনলাইন ইভেন্টের আয়োজন করবে কোম্পানিটি। আর এই লাইভইস্ট্রিমেই অ্যাপল আইপ্যাড এয়ার ও আইপ্যাড উন্মোচন করবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করছেন।
আইপ্যাড এয়ার ও প্রো মডেল গত মার্চে উন্মোচন হবে বলে জানিয়েছিল ডিজিটাইমস। তবে সেই ভবিষ্যৎবাণী সঠিক হয়নি।
আইপ্যাড এয়ারের দাম
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ড ও ম্যাশাবলের মতে, ২০২৩ সালের আইপ্যাড এয়ারের ১০ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার হবে।
তবে নতুন ১২ দশমিক ৯ ইঞ্চি সংস্করণের দামটি নিয়ে ভবিষ্যদ্বাণী করা কিছুটা জটিল। ম্যাকরিউমারের মতে, এই মডেলর দাম ৭৯৯ ডলার হতে পারে।
আবার ম্যাকওয়ার্ল্ডের মতে, এই সংস্করণের দাম ৬৯৯ ডলার হবে।
নতুন আইপ্যাড এয়ার মডেলটি ষষ্ঠ প্রজন্মের হবে বলে আশা করা হচ্ছে। এই মডেলে সম্ভাব্য চারটি ফিচার হলো—
১. আইপ্যাড এয়ারের দুটি সংস্করণ
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ার মডেলে দুটি ডিসপ্লে সংস্করণে পাওয়া যাবে। একটি হলো ১০ দশমিক ৯ ইঞ্চি, আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণ। অর্থাৎ, আইপ্যাড প্রোর মতো আইপ্যাড এয়ার ৬-এর দুটি সংস্করণ থাকবে।
২. মিনিএলইডি ডিসপ্লে
আইপ্যাড এয়ারের মিনিএলইডি ডিসপ্লে প্রযুক্তি যুক্ত করা হবে। এটি ১২ দশমিক ৯ ইঞ্চির সংস্করণে থাকতে পারে।
৩. সামনের ক্যামেরার অবস্থান পরিবর্তন
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের প্রযুক্তিবিষয়ক অ্যাকাউন্ট শ্রিম্পঅ্যাপলপ্রো বলে, নতুন মডেলগুলোর ক্যামেরা একদম ওপরে থাকার পরিবর্তে একটি সাইডে থাকবে। ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে আর ভিডিও কল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪. নতুন এম২ চিপের ব্যবহার
ব্লুমবার্গের মতে, আইপ্যাড এয়ারে এম২ চিপ ব্যবহার করা হবে। ২০২২ সালের আইপ্যাড এয়ারে এম১ চিপ ব্যবহার করা হয়েছিল।
তবে নতুন অ্যাইপ্যাড এয়ার মডেলটিতে এম৩ চিপ ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ম্যাকরিউমার। আইপ্যাড প্রো থেকে আলাদা করতেই আইপ্যাড এয়ারে এম২ চিপ যুক্ত করার সম্ভাবনা বেশি।
আইপ্যাড এয়ারের নকশায় বিশেষ কোনো পরিবর্তন আসবে না। আইপ্যাড প্রোর তুলনায় আইপ্যাড এয়ার কিছুটা মোটা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে।
এ ছাড়া নতুন ম্যাজিক কিবোর্ড ও পেন্সিলও উন্মোচন করতে পারে অ্যাপল।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে