পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি।
এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল।
২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে।
পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়।
চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে।
এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি।
সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে