প্রযুক্তি ডেস্ক
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
‘মেটাভার্স’ আরও উন্নত করতে উঠেপড়ে লেগেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ লক্ষ্যে এবার নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ‘লাক্সএক্সেল’ কিনল তারা। চক্ষু চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ভিত্তিতে থ্রিডি প্রিন্টারে লেন্স বানিয়ে দেয় এই কোম্পানি। কোম্পানিটি এআর প্রযুক্তির গ্লাস তৈরি করবে।
দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, লাক্সএক্সেল যাত্রা শুরু করে ২০০৯ সালে। চোখের লেন্সের পাশাপাশি ‘হলোগ্রাফিক ফিল্ম এবং প্রজেক্টর’-এর মতো এআর প্রযুক্তি সমন্বয়ের সক্ষমতা আছে কোম্পানিটির।
কোম্পানির হেড অব ফাইন্যান্সিয়াল কমিউনিকেশনস রায়ান মুর এক বিবৃতিতে বলেন, ‘লাক্সএক্সেল দল মেটায় যোগ দেওয়ায় আমরা আনন্দিত। এর ফলে দুই কোম্পানির মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর হবে।’
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি গোপন রেখেছে উভয় কোম্পানি। তবে গত ডিসেম্বরে এক ব্লগ পোস্টে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওর্থ লিখেছিলেন, ‘মেটাভার্স উদ্যোগের পেছনে মেটা প্ল্যাটফর্ম যত বিনিয়োগ করছে, তার অর্ধেক যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি (এআর) খাতে; আর বাকি অর্ধেক যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) খাতে।’
মেটা এআর প্রযুক্তির পেছনে ব্যাপক হারে বিনিয়োগ করলেও শিগগির এ প্রযুক্তিনির্ভর নতুন ডিভাইস বাজারে আসার সম্ভাবনা কম। বসওর্থ বলেন, ‘মেটা তুলনামূলক ‘হালকা, পাতলা এবং দ্রুত গতির’ নিজস্ব এআর প্রযুক্তির ডিভাইস বানাতে চায়। যার নকশার কাজ শেষ করতেই আরও কয়েক বছর সময় লাগবে।
এর আগে, ডিসেম্বরে মেটার বিরুদ্ধে ‘ঢিলেমির’ অভিযোগ তুলে চাকরি ছেড়েছেন ভিআর প্রযুক্তির পথিকৃৎ খ্যাত মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও প্রযুক্তি পরামর্শক জন কারম্যাক। গত ১৬ ডিসেম্বর কোম্পানির অভ্যন্তরীণ ফোরামে তিনি তাঁর চলে যাওয়ার সিদ্ধান্ত জানান। কারম্যাক মূলত কোম্পানির নিজস্ব জনবলকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫