ফিচার ডেস্ক
বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে। এসব গ্যাজেট সাধারণত পুনর্ব্যবহৃত উপকরণ, সৌরশক্তি এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় বলে দৈনন্দিন জীবনকে আরও টেকসই এবং পরিবেশবান্ধব করে তোলে। পরিবেশবান্ধব ১০টি গ্যাজেটের খোঁজ রইল এখানে।
নিম্বল চার্জার
নিম্বল নামের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যাজেট তৈরি করে পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে। তাদের ওয়াল ও পোর্টেবল ব্যাটারি চার্জার ছোট এবং শক্তিশালী। এটি শক্তি সাশ্রয়ী ও দ্রুত চার্জ করে। এর ৭২ দশমিক ৫ শতাংশ অংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি।
এইচপি প্রিন্টার
এইচপি এনভি ৬০৫৫ই প্রিন্টার ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিকে তৈরি। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।
ইকোভ্যাক্স ডিবট ওসমো
এটি শক্তি সাশ্রয়ী রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বাড়ির মেঝে পরিষ্কার করে। ইকোভ্যাক্স ডিবট ওসমো শক্তি কম খরচ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।
টেসলা পাওয়ার ওয়াল
টেসলা পাওয়ার ওয়াল একটি হোম ব্যাটারি সিস্টেম। এটি অতিরিক্ত সৌরশক্তি সংরক্ষণ করে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হলো, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যম জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা।
ইকোভ্যাক্স ডিবট ওসমো
এটি শক্তি সাশ্রয়ী রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বাড়ির মেঝে পরিষ্কার করে। ইকোভ্যাক্স ডিবট ওসমো শক্তি কম খরচ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।
অ্যাঙ্কার সোলার পাওয়ার চার্জার
এটি সোলার প্যানেলে ২৩ শতাংশ সূর্যালোক শক্তিতে রূপান্তর করে। দৈনন্দিন কাজের অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করা সম্ভব।
ইকোবি স্মার্ট
ইকোবি স্মার্ট পদ্ধতিতে ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় বছরে ২৬ শতাংশ কমানো সম্ভব।
ভিটামিক্স
ভিটামিক্স খাদ্যবর্জ্য কমাতে সাহায্য করে। তাদের আধুনিক যন্ত্র খাবারের বর্জ্যকে ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলে তৈরি করে প্রাকৃতিক সার। এটি ঘরের পরিবেশে ব্যবহার করা সহজ।
ওকিউড চার্জিং প্যাড
ওকিউড প্রাকৃতিক কাঠ দিয়ে গ্যাজেট তৈরি করে। তাদের গ্যাজেট, যেমন চার্জিং প্যাড এবং স্মার্টফোন ডক দেখতে সুন্দর এবং পরিবেশবান্ধব। এই গ্যাজেটগুলো বেশ টেকসই এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
ওয়েভ কেস
পরিবেশবান্ধব মোবাইল ফোন কেস এবং আনুষঙ্গিক গ্যাজেট তৈরি করে ওয়েভ কেস। তাদের চার্জিং কেবলের ওপরের আবরণ গাছের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি। এটি দ্রুত চার্জ করতেও সক্ষম।
হাউস অব মারলে
বাঁশ, রিসাইকেলড কাপড় এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে অডিও গ্যাজেট তৈরি করে হাউস অব মারলে। তাদের স্পিকার ও হেডফোনগুলো টেকসই এবং পরিবেশের জন্য নিরাপদ।
এসব গ্যাজেট পরিবেশের জন্য উপকারী। এগুলো দৈনন্দিন জীবনে শক্তি সাশ্রয়ী এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে সহায়তা করবে। পরিবেশ নিয়ে সচেতন সবার এ ধরনের গ্যাজেটের ওপর আগ্রহ দিন দিন বাড়ছে।
সূত্র: সাসটেইনেবল জঙ্গল
বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের পরিবেশ অনেকাংশে ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো, ইদানীং পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনও বাড়ছে। সেগুলো আমাদের আধুনিক জীবনধারা বজায় রেখে পৃথিবী রক্ষায় সহায়তা করছে। এসব গ্যাজেট সাধারণত পুনর্ব্যবহৃত উপকরণ, সৌরশক্তি এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় বলে দৈনন্দিন জীবনকে আরও টেকসই এবং পরিবেশবান্ধব করে তোলে। পরিবেশবান্ধব ১০টি গ্যাজেটের খোঁজ রইল এখানে।
নিম্বল চার্জার
নিম্বল নামের এই প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যাজেট তৈরি করে পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে। তাদের ওয়াল ও পোর্টেবল ব্যাটারি চার্জার ছোট এবং শক্তিশালী। এটি শক্তি সাশ্রয়ী ও দ্রুত চার্জ করে। এর ৭২ দশমিক ৫ শতাংশ অংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি।
এইচপি প্রিন্টার
এইচপি এনভি ৬০৫৫ই প্রিন্টার ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিকে তৈরি। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।
ইকোভ্যাক্স ডিবট ওসমো
এটি শক্তি সাশ্রয়ী রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বাড়ির মেঝে পরিষ্কার করে। ইকোভ্যাক্স ডিবট ওসমো শক্তি কম খরচ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।
টেসলা পাওয়ার ওয়াল
টেসলা পাওয়ার ওয়াল একটি হোম ব্যাটারি সিস্টেম। এটি অতিরিক্ত সৌরশক্তি সংরক্ষণ করে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হলো, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যম জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা।
ইকোভ্যাক্স ডিবট ওসমো
এটি শক্তি সাশ্রয়ী রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এটি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহারের মাধ্যমে বাড়ির মেঝে পরিষ্কার করে। ইকোভ্যাক্স ডিবট ওসমো শক্তি কম খরচ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি ব্যবহারের ফলে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।
অ্যাঙ্কার সোলার পাওয়ার চার্জার
এটি সোলার প্যানেলে ২৩ শতাংশ সূর্যালোক শক্তিতে রূপান্তর করে। দৈনন্দিন কাজের অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করা সম্ভব।
ইকোবি স্মার্ট
ইকোবি স্মার্ট পদ্ধতিতে ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যয় বছরে ২৬ শতাংশ কমানো সম্ভব।
ভিটামিক্স
ভিটামিক্স খাদ্যবর্জ্য কমাতে সাহায্য করে। তাদের আধুনিক যন্ত্র খাবারের বর্জ্যকে ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলে তৈরি করে প্রাকৃতিক সার। এটি ঘরের পরিবেশে ব্যবহার করা সহজ।
ওকিউড চার্জিং প্যাড
ওকিউড প্রাকৃতিক কাঠ দিয়ে গ্যাজেট তৈরি করে। তাদের গ্যাজেট, যেমন চার্জিং প্যাড এবং স্মার্টফোন ডক দেখতে সুন্দর এবং পরিবেশবান্ধব। এই গ্যাজেটগুলো বেশ টেকসই এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
ওয়েভ কেস
পরিবেশবান্ধব মোবাইল ফোন কেস এবং আনুষঙ্গিক গ্যাজেট তৈরি করে ওয়েভ কেস। তাদের চার্জিং কেবলের ওপরের আবরণ গাছের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি। এটি দ্রুত চার্জ করতেও সক্ষম।
হাউস অব মারলে
বাঁশ, রিসাইকেলড কাপড় এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে অডিও গ্যাজেট তৈরি করে হাউস অব মারলে। তাদের স্পিকার ও হেডফোনগুলো টেকসই এবং পরিবেশের জন্য নিরাপদ।
এসব গ্যাজেট পরিবেশের জন্য উপকারী। এগুলো দৈনন্দিন জীবনে শক্তি সাশ্রয়ী এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে সহায়তা করবে। পরিবেশ নিয়ে সচেতন সবার এ ধরনের গ্যাজেটের ওপর আগ্রহ দিন দিন বাড়ছে।
সূত্র: সাসটেইনেবল জঙ্গল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে