প্রযুক্তি প্রতিবেদক
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের ‘গেইমিং পাওয়ার হাউস’রিয়েলমি নারজো ৩০এ। সম্প্রতি এক অনলাইন ইভেন্টে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচিত হয়।
ফোনটিতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্প-আওয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। ফোনটি এক চার্জে ৪৬ দিনের স্ট্যান্ডবাই থাকবে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা যা ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে।
৪ জিবি রাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়।
রিয়েলমি ব্র্যান্ডের গেইমিং সিরিজের এই ফোনে রয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং হেলিও জি৮৫ প্রসেসর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইন এর মতো
‘হেভি গেইমগুলো’ এই ফোনে খেলা যাবে অনায়াসে।
অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি ৬.৫ ইঞ্চি, ২০:৯ রেশিওর স্ক্রিনযুক্ত ফোনটিতে রয়েছে ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটের মতো ফিচার।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের ‘গেইমিং পাওয়ার হাউস’রিয়েলমি নারজো ৩০এ। সম্প্রতি এক অনলাইন ইভেন্টে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচিত হয়।
ফোনটিতে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্প-আওয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। ফোনটি এক চার্জে ৪৬ দিনের স্ট্যান্ডবাই থাকবে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা যা ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে।
৪ জিবি রাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে ১২,৯৯০ টাকায়।
রিয়েলমি ব্র্যান্ডের গেইমিং সিরিজের এই ফোনে রয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং হেলিও জি৮৫ প্রসেসর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইন এর মতো
‘হেভি গেইমগুলো’ এই ফোনে খেলা যাবে অনায়াসে।
অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি ৬.৫ ইঞ্চি, ২০:৯ রেশিওর স্ক্রিনযুক্ত ফোনটিতে রয়েছে ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটের মতো ফিচার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫