অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে।
কোম্পানির অভ্যন্তরে ল্যাপটপটির কোডনেম হলো ‘স্নোয়ি’। একে ম্যাকবুক প্রো, ডেল এক্সপিএস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি ক্রোমবুক এর মতো উচ্চমানের ল্যাপটপের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিভাইসটিতে উন্নতসব ফিচার অন্তর্ভুক্ত করা হবে।
গুগল পিক্সেল ল্যাপটপ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ল্যাপটপটিতে সম্ভবত ক্রোমওএস–এর পরিবর্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে। পিক্সেল ট্যাবলেট এবং পিক্সেল ল্যাপটপের জন্য ক্রোমওএস এবং অ্যান্ড্রয়েড পৃথকভাবে ব্যবহার করার পরিবর্তে উভয় ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে গুগল ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম ল্যাপটপ বাজারকে লক্ষ্য করছে গুগল। তাই তারা একটি প্রিমিয়াম বিল্ডে বেশি গুরুত্ব দিতে পারে। কোম্পানি তাদের আসন্ন ল্যাপটপটি পরীক্ষা করার জন্য যেসব ল্যাপটপ বেছে নিয়েছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায়। তবে এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে ল্যাপটপটি।
এর আগেও অনেকগুলো ল্যাপটপ বা ক্রোমবুক বাজারে এনেছে গুগল। ২০১৩ সালে গুগলের প্রথম ল্যাপটপ ক্রোমবুক পিক্সেল বাজারে আছে। এটি একটি উচ্চমানের ডিভাইস, যা বেশ দামিও ছিল। এরপর ২০১৫ সালে দ্বিতীয় ক্রোমবুক পিক্সেল উন্মোচন করে গুগল। তারপর আরও সাশ্রয়ী অপশন হিসেবে পিক্সেলবুক এবং পিক্সেলবুক গো বাজারে আনে কোম্পানিটি।
২০১৯ সালে গুগলের সর্বশেষ ল্যাপটপ পিক্সেলবুক গো উন্মোচন করা হয়। তাই আসন্ন ল্যাপটপটি ক্রোমবুক সিরিজের উত্তরসূরি হবে নাকি একটি অ্যান্ড্রয়েডভিত্তিক ল্যাপটপ হিসেবে পরিচিত হবে তা এখনো নিশি চিত নয়।
শুধু এই ডিভাইসটির নিয়েই কাজ করছে না গুগল। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গুগল পিক্সেল ট্যাবলেট ২ নিয়ে কাজ করছে টেক জায়ান্টটি। এই ডিভাইসে উন্নত টেনসর চিপসেট যুক্ত করা হতে পারে এবং এর সঙ্গে অফিশিয়াল কিবোর্ড কভার আসতে পারে। এই ট্যাবলেটটির ক্যামেরা আরও উন্নত করা হতে পারে। এটি প্রথম পিক্সেল ট্যাবলেটের তুলনায় পিক্সেল ট্যাবলেট ২–এ পাতলা বেজেল থাকতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫