বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বহুল কাঙ্ক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ উন্মোচন হতে পারে আগামী মাসেই। এই সিরিজের ডিভাইসগুলোকে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পণ্য জেমিনি অ্যাডভান্স এর সাবস্ক্রিপশন ক্রেতাদের বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিতে পারে গুগল। গ্রাহকদের কাছে ডিভাইসগুলো আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিতে পারে কোম্পানিটি।
নতুন গ্যালাক্সি এস ২৫ মডেলের সঙ্গে বিভিন্ন সময়কালীন ট্রায়াল সাবস্ক্রিপশন বান্ডল করার পরিকল্পনা করছে গুগল এবং স্যামসাং। এই ট্রায়াল সাবস্ক্রিপশনগুলো ৩ মাস থেকে ১ বছর পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, কোনো সেবা বা পণ্যকে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বা ছাড়ে ব্যবহার করতে দেওয়াকে ট্রায়াল সাবস্ক্রিপশন বলে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে জানা গেছে, প্রিমিয়াম এআই ফিচারগুলো গ্যালাক্সি এস ২৫ সিরিজে ক্রেতাদের ব্যবহারে সুযোগ দিতে পারে গুগল। গুগল অ্যাপ বেটা সংস্করণ ১৫.৫২. ৩৭-এর একটি এপিকে সংস্করণের কোড বিশ্লেষণে সময় এই বান্ডল অফারের প্রমাণ খুঁজে পাওয়া গেছে।
প্রতিবেদনে কোডগুলোতে ‘গুগল ওয়ান’ এবং ‘স্যামসাং’ উল্লেখ করা হয়েছে এবং ‘আপসেল’ শব্দ ব্যবহার করা হয়েছে। এআই ফিচারগুলো ব্যবহারকারীদের দেখানোর পর, তারা সাবস্ক্রিপশন কেনার জন্য উৎসাহী হবে বলে মনে করছে গুগল।
কোড স্ট্রিংগুলোর (কোডের লাইন বা কোডের অংশ) মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল—‘আপনার ডিভাইস জেমিনি অ্যাডভান্সড-এর {xxx} মাসের সাবস্ক্রিপশনে দেবে, যা কোন খরচ ছাড়াই আমাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোতে অ্যাকসেস প্রদান করবে। এখানে ‘xxx’ সংখ্যা ৩ মাস, ৬ মাস, ৯ মাস বা ১ বছরের মধ্যে পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া, প্রতিবেদনে আরও কিছু কোড স্ট্রিং এর কথা বলা হয়েছে যেখানে স্যামসাং এস ২৫ এর কথা সরাসরি উল্লেখ করে। অনুমান করা হচ্ছে, সিরিজের বিভিন্ন মডেল অনুযায়ী এই সাবস্ক্রিপশন অফার বিভিন্ন সময়কাল নিয়ে আসতে পারে। যেমন: স্ট্যান্ডার্ড মডেলে ৩ অথবা ৬ মাসের সাবস্ক্রিপশন থাকতে পারে, তবে প্লাস এবং আলট্রা মডেলে ৯ মাস বা ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন থাকতে পারে।
তবে, গুগল বা স্যামসাং থেকে আনুষ্ঠানিকভাবে এই অফারের কথা ঘোষণা করা হয়নি এবং অ্যাপের কোডে এর উল্লেখ পাওয়া শুধুমাত্র একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই, এই তথ্য নিশ্চিত হওয়ার জন্য গ্যালাক্সি এস ২৫ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে