অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
অ্যাপলের নতুন সিরিজ আইফোন ১৫ বাজারে আসছে আজ। প্রথম পর্যায়ে কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৪০টি দেশে পাওয়া যাবে এই ফোন। তবে আইফোন ১৫ সিরিজের প্রি-অর্ডার শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর। অ্যাপলের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আইফোন ১৫ সিরিজে মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর এই সিরিজ বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে।
আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল। এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ।
এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে বলে ধারণা করা হলেও ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে আগের দাম বহাল রাখার ঘোষণা দেওয়া হয়।
আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আরও পড়ুন—
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫