স্টারলিংকের ইন্টারনেট সেবা উন্মোচনের জন্য ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক। এই সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দীপগুলোতে ইন্টারনেট ও স্বাস্থ্য সেবা উন্নত হবে বলে আশা করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আজ রোববার সকালে ব্যক্তিগত জেটে বালির বিমানবন্দরে পৌঁছান ইলন মাস্ক। তাঁকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন দেশটির বিনিয়োগ মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতান। পোস্টটিতে বলা হয়, স্টারলিংকের সেবা উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুজন।
লুহুত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। তিনটি ভিন্ন টাইম জোনে দেশটিতে ২৭ কোটিরও বেশি মানুষ বাস করে। স্টারলিংকের এই সেবার মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
রবিবার বিকেলে বালির রাজধানী ডেনপাসারের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে স্টারলিংক চালু করবেন ইলন মাস্ক।
গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রী বুদি অ্যারি সেটিয়াদি বলেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইউনিট ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় কাজ করার অনুমতি পেয়েছে।
দেশটির খুচরা ভোক্তাদের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে স্টারলিংক।
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ, যেখানে স্টারলিংক কাজ করবে। গত বছর ইন্টারনেট সেবা দেয়ার জন্য কোম্পানিটিকে একটি লাইসেন্স দেয় মালয়েশিয়া। ২০২২ সালে একটি ফিলিপাইন-ভিত্তিক কোম্পানি স্পেসএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
স্টারলিংক ইউক্রেনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সামরিক, হাসপাতাল, ব্যবসা ও সাহায্য সংস্থায় এই সেবা ব্যবহার করা হয়।
গত ফেব্রুয়ারিতে, মস্কোর সৈন্যদের দখলে থাকা অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য স্টারলিংকের টার্মিনালগুলো ব্যবহার করা থেকে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
গত মাসে টেসলার বাধ্যবাধকতার কথা বলে ভারত সফল বাতিল করেন মাস্ক। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।
স্টারলিংকের ইন্টারনেট সেবা উন্মোচনের জন্য ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক। এই সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দীপগুলোতে ইন্টারনেট ও স্বাস্থ্য সেবা উন্নত হবে বলে আশা করেছে দেশটির সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
আজ রোববার সকালে ব্যক্তিগত জেটে বালির বিমানবন্দরে পৌঁছান ইলন মাস্ক। তাঁকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন দেশটির বিনিয়োগ মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতান। পোস্টটিতে বলা হয়, স্টারলিংকের সেবা উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দুজন।
লুহুত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। তিনটি ভিন্ন টাইম জোনে দেশটিতে ২৭ কোটিরও বেশি মানুষ বাস করে। স্টারলিংকের এই সেবার মাধ্যমে শহরের মতো প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
রবিবার বিকেলে বালির রাজধানী ডেনপাসারের একটি কমিউনিটি হেলথ সেন্টারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে স্টারলিংক চালু করবেন ইলন মাস্ক।
গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রী বুদি অ্যারি সেটিয়াদি বলেন, মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইউনিট ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় কাজ করার অনুমতি পেয়েছে।
দেশটির খুচরা ভোক্তাদের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদন পেয়েছে স্টারলিংক।
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় দেশ, যেখানে স্টারলিংক কাজ করবে। গত বছর ইন্টারনেট সেবা দেয়ার জন্য কোম্পানিটিকে একটি লাইসেন্স দেয় মালয়েশিয়া। ২০২২ সালে একটি ফিলিপাইন-ভিত্তিক কোম্পানি স্পেসএক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।
স্টারলিংক ইউক্রেনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সামরিক, হাসপাতাল, ব্যবসা ও সাহায্য সংস্থায় এই সেবা ব্যবহার করা হয়।
গত ফেব্রুয়ারিতে, মস্কোর সৈন্যদের দখলে থাকা অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য স্টারলিংকের টার্মিনালগুলো ব্যবহার করা থেকে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
গত মাসে টেসলার বাধ্যবাধকতার কথা বলে ভারত সফল বাতিল করেন মাস্ক। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে