ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
ডিসেম্বর মাসের সিকিউরিটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসের ৮৫টি নিরাপত্তার ত্রুটি দূর করবে গুগল। তাই গ্রাহকদের আপডেটটি দ্রুত ডিভাইসে ডাউনলোড করার নির্দেশনা দিচ্ছে কোম্পানিটি।
ত্রুটিগুলোর মধ্যে সিভিই–২০২৩–৪০০৮৮ নামের ‘জটিল’ একটি বাগ বা ত্রুটি রয়েছে। এটি হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ করে বা রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে নিজস্ব কোড অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রবেশ করাতে পারবে। এর আগে হ্যাকাররা নিরাপত্তা ত্রুটিটি ব্যবহার করে সফল হয়েছে কিনা তা নিয়ে গুগল কোনো স্পষ্ট তথ্য দেয়নি।
অ্যান্ড্রয়েডের সিকিউরিটি বুলেটিনে এ বিষয়ে গুগল বলেছে, ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তার দুর্বলতা হল রিমোট কোড এক্সিকিউশন। এটি কাজ করার জন্য ব্যবহারকারীর সঙ্গে সরাসরি কোনো যোগযোগ বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন নেই। গুগল একে ‘জটিল’ ত্রুটি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। জটিল নিরাপত্তা ত্রুটির মধ্যে গুগল শুধু ১৬টি দুর্বলতার তালিকা করেছে।
গুগল আরও বলছে, অ্যান্ড্রয়েড ১১,১২, ১২ এল, ১৩ ও ১৪ ভার্সনের ডিভাইসে এই ত্রুটি সমস্যা সৃষ্টি করতে পারে।
ডিসেম্বরের সিকিউরিটি আপডেটের সঙ্গে পিক্সেল ফোনের আপডেট নিয়ে আসেনি গুগল। এটি ত্রৈমাসিক প্ল্যাটফর্ম আপডেটের সঙ্গে আসবে। এটি পিক্সেল ফিচার ড্রপ হিসেবে পরিচিত। এই আপডেটের গুরুত্ব বোঝাতে গুগল এটি আলাদাভাবে ছাড়বে।
আপডেটের মাধ্যমে নতুন অনেক ফিচার যুক্ত হবে পিক্সেল মডেলে। এর মধ্যে রয়েছে পিক্সেল ৮ প্রো ফোনের ভিডিও বুস্ট ফিচার। ফোনে রেকর্ড করা ভিডিওর দুইটি কপি তৈরি করবে এই ফিচার। এর মধ্যে একটি কপি গুগল ক্লাউডে পাঠানো হবে। কোম্পানির বিভিন্ন টুল দিয়ে ভিডিওয়ের মান ‘উন্নয়ন’ করা হবে। এরপর ভিডিওটি আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। ভিডিও রেডি হলে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবে ও গুগল ফটো লাইব্রেরিতে তা যুক্ত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে