ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি সেল-স্যাটেলাইট সংযোগ চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেনের শীর্ষ মোবাইল অপারেটর কিয়েভস্টার। এর মাধ্যমে কোনো সেলফোন টাওয়ার ছাড়াই ইউক্রেনে মোবাইল নেটওয়ার্কে চালু থাকবে। এই অপারেটরের মূল কোম্পানি ভিওএনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকে ‘ডাইরেক্ট-টু-সেল’ ডিভাইসগুলো। এসব ডিভাইসে মডেম থাকে, যা সেলফোন টাওয়ারের মতো কাজ করে এবং মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে সিগন্যাল পাঠায়। এর ফলে ইউক্রেনের যেখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেখানে ব্যবহারকারীদের মোবাইল পরিষেবা প্রদান করবে এই নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে উপকার হবে, যেখানে সেল টাওয়ার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে সরাসরি সেল পরিষেবা ও বার্তা পাঠানোর সুবিধা চালু হবে বলে আশা করছে টেলিকম গ্রুপ কিয়েভস্টার। পরবর্তী পর্যায়ে এই সুবিধা ভয়েস ও ডেটা পরিষেবাগুলোতেও সম্প্রসারিত হবে।
এই চুক্তির আর্থিক তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউক্রেন ও তার সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক। চলতি বছরের শুরুতেই সরাসরি সেল সক্ষমতাসম্পন্ন প্রথম স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের স্থানীয় প্রদানকারীদের সঙ্গে সরাসরি সেল পরিষেবার চুক্তি করেছে, যার মধ্যে জাপান, নিউজিল্যান্ডও অন্তর্ভুক্ত।
ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যেখানে সরাসরি সেল সংযোগ চালু হবে এবং প্রথম সংঘাতপূর্ণ অঞ্চল, যেখানে স্টারলিংক এই প্রযুক্তি চালু করবে, জানিয়েছে তাদের ওয়েবসাইট।
২০২২ সাল থেকে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ও ভূমি টার্মিনালের মধ্যে সিগন্যাল জ্যামিংয়ের চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
এই চুক্তি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্রে আসন্ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন কৌশল নিয়ে আরও বেশি সক্রিয় হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।
গত নভেম্বরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ফোন কলে যোগ দেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ চালিয়ে যাবেন।
ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি সেল-স্যাটেলাইট সংযোগ চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেনের শীর্ষ মোবাইল অপারেটর কিয়েভস্টার। এর মাধ্যমে কোনো সেলফোন টাওয়ার ছাড়াই ইউক্রেনে মোবাইল নেটওয়ার্কে চালু থাকবে। এই অপারেটরের মূল কোম্পানি ভিওএনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকে ‘ডাইরেক্ট-টু-সেল’ ডিভাইসগুলো। এসব ডিভাইসে মডেম থাকে, যা সেলফোন টাওয়ারের মতো কাজ করে এবং মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে সিগন্যাল পাঠায়। এর ফলে ইউক্রেনের যেখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেখানে ব্যবহারকারীদের মোবাইল পরিষেবা প্রদান করবে এই নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে উপকার হবে, যেখানে সেল টাওয়ার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে সরাসরি সেল পরিষেবা ও বার্তা পাঠানোর সুবিধা চালু হবে বলে আশা করছে টেলিকম গ্রুপ কিয়েভস্টার। পরবর্তী পর্যায়ে এই সুবিধা ভয়েস ও ডেটা পরিষেবাগুলোতেও সম্প্রসারিত হবে।
এই চুক্তির আর্থিক তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউক্রেন ও তার সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক। চলতি বছরের শুরুতেই সরাসরি সেল সক্ষমতাসম্পন্ন প্রথম স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের স্থানীয় প্রদানকারীদের সঙ্গে সরাসরি সেল পরিষেবার চুক্তি করেছে, যার মধ্যে জাপান, নিউজিল্যান্ডও অন্তর্ভুক্ত।
ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যেখানে সরাসরি সেল সংযোগ চালু হবে এবং প্রথম সংঘাতপূর্ণ অঞ্চল, যেখানে স্টারলিংক এই প্রযুক্তি চালু করবে, জানিয়েছে তাদের ওয়েবসাইট।
২০২২ সাল থেকে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ও ভূমি টার্মিনালের মধ্যে সিগন্যাল জ্যামিংয়ের চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
এই চুক্তি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্রে আসন্ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন কৌশল নিয়ে আরও বেশি সক্রিয় হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।
গত নভেম্বরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ফোন কলে যোগ দেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ চালিয়ে যাবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫