স্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট গ্লো’–এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।
ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, ‘যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট গ্লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সরিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি–পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ তৈরি করেছি।
এই পোস্টের নিচে মন্তব্য করেন টি–পেইন। তিনি বলেন, ‘শুভবার্ষিকী! আমাকে এর অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ।’
প্রিসিলা চান মজা করে বলেন, এখন আর আগের মতো এত নিচুতে বসতে পারি না। তবে কখনোই এতটা ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করিনি। তোমাকে ভালোবাসি এমজেড (মার্ক জাকারবার্গ)।
পোস্টটিতে ছিল গানের লিরিক্সের একটি ছবি, একটি অ্যালবাম কভার। এই অ্যালবামের কভারে টি-পেইন এবং জাকারবার্গকে উভয়কেই অ্যাকোস্টিক গিটার ধরে থাকতে দেখা যায়। মিউজিক স্টুডিওতে তাদের একাধিক ছবি এবং সাইকেলে চড়ে থাকা একটি ছবিও রয়েছে।
জাকারবার্গ উল্লেখ করেন যে, তারা যেই ট্র্যাকটি রেকর্ড করেছেন, সেটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। স্পটিফাইতে গানটি ‘জি–পেইন’ নামে প্রকাশ করেছেন। গানের আয় করা অর্থ ‘সেভ দ্য মিউজিক’ ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।
জাকারবার্গ তার ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন বলে অনেকেই মনে করছেন যা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে টি–পেইনের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে পোস্ট করেছেন। গত জুলাইয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে টি-পেইন কাছ থেকে একটি গলার হার উপহার পাওয়ার কথা জানান জাকারবার্গ।
জাকারবার্গের সার্ফিং ভিডিও এবং তিনি তার স্ত্রীর একটি ভাস্কর্য তৈরি করার মতো কিছু অদ্ভুত মুহূর্তের সঙ্গে এই গানটি যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা তাকে ইলন মাস্কের তুলনায় আরও হালকা মেজাজের এবং রাজনীতি থেকে মুক্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইলন মাস্ক বর্তমানে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড জে. ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন জাকারবার্গও।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
স্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট গ্লো’–এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন।
ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন। পোস্টটিতে তিনি বলেন, ‘যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট গ্লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সরিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি–পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ তৈরি করেছি।
এই পোস্টের নিচে মন্তব্য করেন টি–পেইন। তিনি বলেন, ‘শুভবার্ষিকী! আমাকে এর অংশ হতে দেওয়ার জন্য ধন্যবাদ।’
প্রিসিলা চান মজা করে বলেন, এখন আর আগের মতো এত নিচুতে বসতে পারি না। তবে কখনোই এতটা ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করিনি। তোমাকে ভালোবাসি এমজেড (মার্ক জাকারবার্গ)।
পোস্টটিতে ছিল গানের লিরিক্সের একটি ছবি, একটি অ্যালবাম কভার। এই অ্যালবামের কভারে টি-পেইন এবং জাকারবার্গকে উভয়কেই অ্যাকোস্টিক গিটার ধরে থাকতে দেখা যায়। মিউজিক স্টুডিওতে তাদের একাধিক ছবি এবং সাইকেলে চড়ে থাকা একটি ছবিও রয়েছে।
জাকারবার্গ উল্লেখ করেন যে, তারা যেই ট্র্যাকটি রেকর্ড করেছেন, সেটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। স্পটিফাইতে গানটি ‘জি–পেইন’ নামে প্রকাশ করেছেন। গানের আয় করা অর্থ ‘সেভ দ্য মিউজিক’ ফাউন্ডেশনে অনুদান দেওয়া হবে।
জাকারবার্গ তার ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করছেন বলে অনেকেই মনে করছেন যা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে টি–পেইনের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্কে পোস্ট করেছেন। গত জুলাইয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে টি-পেইন কাছ থেকে একটি গলার হার উপহার পাওয়ার কথা জানান জাকারবার্গ।
জাকারবার্গের সার্ফিং ভিডিও এবং তিনি তার স্ত্রীর একটি ভাস্কর্য তৈরি করার মতো কিছু অদ্ভুত মুহূর্তের সঙ্গে এই গানটি যুক্ত হয়েছে। এই ধরনের ঘটনা তাকে ইলন মাস্কের তুলনায় আরও হালকা মেজাজের এবং রাজনীতি থেকে মুক্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইলন মাস্ক বর্তমানে প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড জে. ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন জাকারবার্গও।
তথ্যসূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫