মো. আশিকুর রহমান
সোশ্যাল মিডিয়া দুনিয়ায় আধিপত্য বিস্তারে আরও এক নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতারা ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দিলেই পাবেন পাঁচ হাজার ডলার। ‘ব্রেক-থ্রু বোনাস প্রোগ্রাম’ নামে একটি উদ্যোগ নিয়েছে মেটা। তারই অংশ এটি। কানাঘুষা চলছে, টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে মেটার এই কৌশল।
টিকটক ব্যবহারকারীদের লক্ষ্য করছে মেটা
মেটা সরাসরি টিকটকের নাম না নিলেও এই প্রস্তাব চালুর সময় ও পদ্ধতি দেখে অনেকে মনে করছেন, এটি মূলত টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি কৌশল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে; বিশেষ করে দেশটির সরকার প্ল্যাটফর্মটির ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে। তাই নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ শর্ত আরোপ করা হয়েছে টিকটকের ওপর। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এদের অনেকে অর্থ উপার্জনের জন্য এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। আর সেই শূন্যস্থান পূরণ করতে মেটার এই পদক্ষেপ।
৫ হাজার ডলার পাওয়ার শর্ত
এই বোনাস পাওয়ার জন্য নির্মাতাদের প্রতি ৩০ দিনে অন্তত ২০টি ফেসবুক রিল এবং ১০টি ইনস্টাগ্রাম রিল পোস্ট করতে হবে। ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি কপি করা যাবে না। তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। শুধু নতুন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই অফার পাবে এবং মেটা নির্ধারণ করবে, কে এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।
অতিরিক্ত সুবিধা দিচ্ছে মেটা
শুধু ক্যাশ বোনাস নয়; মেটা আরও বেশ কিছু আকর্ষণীয় সুযোগ দিচ্ছে নির্মাতাদের। এগুলোর মধ্যে আছে ফ্রি ব্লু চেক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন। এটি তাদের জন্য বড় এক সুযোগ হতে পারে। এ ছাড়া ভিডিও নির্মাণ সহজ করতে এডিটস নামে নতুন একটি এডিটিং অ্যাপ চালু করেছে মেটা। যেটি জনপ্রিয় ক্যাপকাট অ্যাপের অনুরূপ। পাশাপাশি অ্যাফিলিয়েট লিংক ফিচার চালু করা হয়েছে। এটি টিকটক শপের মতো কাজ করবে।
ইনস্টাগ্রামে নতুন পরিবর্তন
ইনস্টাগ্রামে কিছু ভিজ্যুয়াল পরিবর্তনও আনা হয়েছে। পোস্ট ও ভিডিওগুলোর আকার এখন আরও বড়। স্পষ্টভাবেই এটি টিকটকের ডিজাইন থেকে অনুপ্রাণিত। তবে এই পরিবর্তন অনেক নির্মাতার মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি স্বীকার করেছেন, এই পরিবর্তন সম্পর্কে আরও ভালোভাবে ব্যবহারকারীদের জানানো উচিত ছিল।
মেটার কৌশল কতটা সফল হবে
মেটার এসব কৌশল থেকে স্পষ্ট, তারা সোশ্যাল মিডিয়া বাজারে টিকটকের প্রতিদ্বন্দ্বী হতে চাইছে। এ ছাড়া ব্যবহারকারীদের টিকটকের বিকল্প হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে উৎসাহিত করছে। এটি সত্যিই নতুন কনটেন্ট ক্রিয়েশন যুগের সূচনা করবে কি না? তা সময়ই বলে দেবে।
সোশ্যাল মিডিয়া দুনিয়ায় আধিপত্য বিস্তারে আরও এক নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতারা ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দিলেই পাবেন পাঁচ হাজার ডলার। ‘ব্রেক-থ্রু বোনাস প্রোগ্রাম’ নামে একটি উদ্যোগ নিয়েছে মেটা। তারই অংশ এটি। কানাঘুষা চলছে, টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে মেটার এই কৌশল।
টিকটক ব্যবহারকারীদের লক্ষ্য করছে মেটা
মেটা সরাসরি টিকটকের নাম না নিলেও এই প্রস্তাব চালুর সময় ও পদ্ধতি দেখে অনেকে মনে করছেন, এটি মূলত টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি কৌশল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে; বিশেষ করে দেশটির সরকার প্ল্যাটফর্মটির ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে। তাই নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ শর্ত আরোপ করা হয়েছে টিকটকের ওপর। বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এদের অনেকে অর্থ উপার্জনের জন্য এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। আর সেই শূন্যস্থান পূরণ করতে মেটার এই পদক্ষেপ।
৫ হাজার ডলার পাওয়ার শর্ত
এই বোনাস পাওয়ার জন্য নির্মাতাদের প্রতি ৩০ দিনে অন্তত ২০টি ফেসবুক রিল এবং ১০টি ইনস্টাগ্রাম রিল পোস্ট করতে হবে। ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সরাসরি কপি করা যাবে না। তবে এই সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। শুধু নতুন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই অফার পাবে এবং মেটা নির্ধারণ করবে, কে এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।
অতিরিক্ত সুবিধা দিচ্ছে মেটা
শুধু ক্যাশ বোনাস নয়; মেটা আরও বেশ কিছু আকর্ষণীয় সুযোগ দিচ্ছে নির্মাতাদের। এগুলোর মধ্যে আছে ফ্রি ব্লু চেক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন। এটি তাদের জন্য বড় এক সুযোগ হতে পারে। এ ছাড়া ভিডিও নির্মাণ সহজ করতে এডিটস নামে নতুন একটি এডিটিং অ্যাপ চালু করেছে মেটা। যেটি জনপ্রিয় ক্যাপকাট অ্যাপের অনুরূপ। পাশাপাশি অ্যাফিলিয়েট লিংক ফিচার চালু করা হয়েছে। এটি টিকটক শপের মতো কাজ করবে।
ইনস্টাগ্রামে নতুন পরিবর্তন
ইনস্টাগ্রামে কিছু ভিজ্যুয়াল পরিবর্তনও আনা হয়েছে। পোস্ট ও ভিডিওগুলোর আকার এখন আরও বড়। স্পষ্টভাবেই এটি টিকটকের ডিজাইন থেকে অনুপ্রাণিত। তবে এই পরিবর্তন অনেক নির্মাতার মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি স্বীকার করেছেন, এই পরিবর্তন সম্পর্কে আরও ভালোভাবে ব্যবহারকারীদের জানানো উচিত ছিল।
মেটার কৌশল কতটা সফল হবে
মেটার এসব কৌশল থেকে স্পষ্ট, তারা সোশ্যাল মিডিয়া বাজারে টিকটকের প্রতিদ্বন্দ্বী হতে চাইছে। এ ছাড়া ব্যবহারকারীদের টিকটকের বিকল্প হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে উৎসাহিত করছে। এটি সত্যিই নতুন কনটেন্ট ক্রিয়েশন যুগের সূচনা করবে কি না? তা সময়ই বলে দেবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫