Ajker Patrika

অ্যামাজনের গেম সেবা ‌'লুনা'

প্রযুক্তি প্রতিবেদক
অ্যামাজনের গেম সেবা ‌'লুনা'

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নানারকম ফিচার নিয়ে গ্রাহকদের সামনে উপস্থিত হয়। গেমসের জন্য অ্যামাজনের  রয়েছে নানরকম পণ্য আর ফিচার। অ্যামাজনের  গ্রাহকদের জন্য  তাদের নিজস্ব গেম সেবা হচ্ছে ‘লুনা’।

লুনার গেমসগুলো এখন বিভিন্ন ডিভাইসের সাহায্যে খেলা যায়। এটি পার্সোনাল পিসি, ম্যাক, ফায়ার টিভি, এবং আইফোন এবং আইপ্যাডে এ ব্যবহার করা যায়।

অ্যামাজন লুনা এর দাম হচ্ছে ৫.৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫০৭ টাকা। এর বিনিময়ে গ্রাহকরা লুনা প্লাস চ্যানেলের অ্যাকসেস পাবেন। একসঙ্গে দুটি ডিভাইসে লুনা চ্যানেল ব্যবহার করা যাবে।

লুনাতে সময়ের সাথে সাথে নতুন নতুন গেম সংযুক্ত হচ্ছে। যেমন- রেসিডেন্ট এভিল ৭,  অ্যাভেঞ্জার, প্যানজের ড্রাগন, অ্যা প্লেগ টেল , গ্রিড, এবিজেডইউ, ব্রাদারস : আ টেল অব টু সনস ইত্যাদি লুনাতে খেলা যায়।

এটিই অ্যামাজন এর প্রথম গেম চ্যানেল যেখানে ব্যবহারকারীরা সরাসরি তাদের প্রিয় গেমটি খেলার সুযোগ পাচ্ছেন। গেম নিয়ে এবছরের শেষে অ্যামাজনের আরো নতুন কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলোর জন্য সকলকে এখন একটু ধৈর্য্য ধরতে হবে।

বিষয়:

ই-কমার্স
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত