টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
টেসলার বহুল প্রতীক্ষিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাক গত মাসে প্রথমবারের মতো কয়েকজন গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। উৎপাদনে দীর্ঘ বিলম্বের পর এবারই সাইবার ট্রাক আলোর মুখ দেখে। সম্প্রতি টেক্সাসের রোজেনবার্গ পুলিশ এই সাইবার ট্রাককে পুলিশের বাহন বানানোর ব্যাপারে সচকিত হয়েছে। আর সেখানে মিলেছে টেসলা প্রধান ইলন মাস্কের অনুমোদন।
গত মঙ্গলবার রোজেনবার্গ পুলিশ সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ককে ট্যাগ করে একটি পোস্টে বলেছে, ‘আপনি কি মনে করেন সাইবার ট্রাক পুলিশের জন্য ভালো একটি বাহন হতে পারবে? আমাদের পুলিশ বিভাগের পুরোনো যানবাহনগুলোকে পাল্টানো যায় এমন বাহন খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ২০২৪ সালে কি এই পরিবর্তনটা আমাদের আনা উচিত?’
এক্সের এই পোস্টে সাইবার ট্রাকের দুটি ছবিও সংযুক্ত করা হয়েছে। একটিতে এই বৈদ্যুতিক গাড়ির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন একজন পুলিশ সদস্য।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক একটি ‘১০০’ ইমোজি দিয়ে রোজেনবার্গ পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো প্রস্তাব গ্রহণ করা অর্থেই সাধারণত সেই ইমোজি ব্যবহার করা হয়।
এক্স প্ল্যাটফর্মে রোজেনবার্গ পুলিশ ও মাস্কের এই পোস্ট চালাচালিতে পড়েছে ব্যাপক সাড়া। একজন এক্স ব্যবহারকারীর মন্তব্য, সাইবার ট্রাকে পুলিশের বাতি দারুণ মানাবে। আরেক এক্স ব্যবহারকারী বলেন, পুলিশ এবং সামরিক বাহিনীর জন্য বেশি পরিমাণে সাইবার ট্রাক অর্ডার করা হবে একটি যৌক্তিক পদক্ষেপ। এটি নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় আকারের গুণগত পার্থক্য আনবে।
টেসলা এবং যুক্তরাষ্ট্র পুলিশের মধ্যে সংযোগ এটাই প্রথম নয়। বেশ কয়েকটি পুলিশ ইউনিট ইতিমধ্যেই তাদের বহরে টেসলার বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করেছে। তাদের বেশির ভাগই ব্যবহার করে মডেল ওয়াই। ২০২৩ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া পুলিশের বিভাগ দক্ষিণ পাসাডেনা তার পুরো গাড়িবহরকেই টেসলার মডেল ওয়াই গাড়ি দিয়ে সাজিয়েছে। সে সঙ্গে, গাড়িবহরে কয়েকটি মডেল থ্রি যোগ করার পরিকল্পনার কথাও জানিয়েছে।
ইতিমধ্যে সাইবার ট্রাকের মূল্য এবং বৈশিষ্ট্যের ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য জানিয়েছে টেসলা। এই গাড়ির মূল সংস্করণের দাম ধরা হয়েছে প্রায় ৬১ হাজার ডলার— যা চার বছর আগে যে দামের কথা বলা হয়েছিল তার থেকে ৫০ শতাংশ বেশি। সাইবার ট্রাকের এই সংস্করণ ২০২৫ সালের আগে বাজারে আসবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে