কনটেন্টের সাফল্য ‘ভিউ’ এর ভিত্তিতে নির্ধারণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। অর্থাৎ ফলোয়াররা কয়বার দেখেছে তার ওপর কনটেন্টের সাফল্য নির্ভর করবে। ক্রিয়েটরদের কনটেন্ট আরও বৃহৎ পরিসরের ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে প্ল্যাটফর্মটি এই সিদ্ধান্ত নিয়েছে। এটি ইনস্টাগ্রামের কৌশলগত পরিবর্তনকে প্রতিফলিত করে। এর আগে ফলোয়ার ও লাইক সংখ্যার ওপর ভিত্তি করেও কনটেন্টের সাফল্য পরিমাপ করত ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম বলছে, রিলস, স্টোরি, ছবিসহ সব ধরনের কনটেন্টের জন্য এই মাপকাঠি ব্যবহার করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্মটিতে এই পরিবর্তন দেখা যাবে।
বেশ কয়েক মাস ধরে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই পরিবর্তনের পক্ষে কথা বলছিলেন। ক্রিয়েটরদের ফলোয়ারদের সংখ্যার চেয়ে কনটেন্টের ওপর বেশি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। মোসেরি মনে করেন, ফলোয়ারদের কাছে পৌঁছানোই ক্রিয়েটরদের চূড়ান্ত লক্ষ্য হবে। এই পরিবর্তন কনটেন্টের প্রকৃত প্রভাবকে প্রতিনিধিত্ব করে।
আজ, ইনস্টাগ্রাম এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে। প্ল্যাটফর্মটি রিল, লাইভ ভিডিও, ফটো, ক্যারোসেল এবং স্টোরিসহ সকল কনটেন্টজুড়ে ‘ভিউ’ কে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য প্ল্যাটফর্মটির অ্যানালিটিকসগুলোও সংস্কার করবে প্ল্যাটফর্মটি।
এক ঘোষণায় ইনস্টাগ্রাম বলে, ‘রিল, লাইভ, ফটো, ক্যারাউজেল এবং স্টোরিসহ সব ফরম্যাটে প্রাথমিক মেট্রিক হিসেবে ‘ভিউ’ চালু করা হয়েছে ৷ কনটেন্ট নির্বিশেষে এগুলো কতটুকু ভালো করেছে তা ভালোভাবে বুঝতে ইনস্টাগ্রামজুড়ে একই মেট্রিক বা মাপকাঠি ব্যবহার করা হচ্ছে। ক্রিয়েটরদের লক্ষ্য অর্জনের ভালো কৌশল তৈরিতে এটি সাহায্য করবে।
এই পরিবর্তনের আরেকটি দিক হলো—একটি অ্যাকাউন্ট থেকে যতবারই কনটেন্ট দেখা হবে, ততবারই তা ভিউ হিসেবে গণনা করা হবে। যেমনটি এটি রিলসের ক্ষেত্রে করে থাকে। ভিউ এর ওপর গুরুত্ব দেওয়া মাধ্যমে কনটেন্ট এনগেজমেন্ট ও দেখার বিষয়ে আরও সঠিক তথ্য দিতে পারবে ইনস্টাগ্রাম।
পরিবর্তনটি আগের মেট্রিক্সে অভ্যস্ত ক্রিয়েটরদের কাছে প্রাথমিকভাবে ভয়ংকর বলে মনে হতে পারে। তবে ইনস্টাগ্রাম আশা করে যে, পুনরাবৃত্তিমূলক ভিউ গণনা এই পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে সাহায্য করবে। এই পরিবর্তন কনটেন্টের পারফরম্যান্সের বিষয়ে ক্রিয়েটরদের একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে। কনটেন্টের এনগেজমেন্ট ও রিচ বাড়ানোর ক্ষেত্রে ক্রিয়েটরদের কৌশল উন্নত ও পরিমার্জিত করতে এই মেট্রিক সাহায্য করবে।
কনটেন্টের সাফল্য ‘ভিউ’ এর ভিত্তিতে নির্ধারণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। অর্থাৎ ফলোয়াররা কয়বার দেখেছে তার ওপর কনটেন্টের সাফল্য নির্ভর করবে। ক্রিয়েটরদের কনটেন্ট আরও বৃহৎ পরিসরের ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে প্ল্যাটফর্মটি এই সিদ্ধান্ত নিয়েছে। এটি ইনস্টাগ্রামের কৌশলগত পরিবর্তনকে প্রতিফলিত করে। এর আগে ফলোয়ার ও লাইক সংখ্যার ওপর ভিত্তি করেও কনটেন্টের সাফল্য পরিমাপ করত ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম বলছে, রিলস, স্টোরি, ছবিসহ সব ধরনের কনটেন্টের জন্য এই মাপকাঠি ব্যবহার করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্ল্যাটফর্মটিতে এই পরিবর্তন দেখা যাবে।
বেশ কয়েক মাস ধরে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই পরিবর্তনের পক্ষে কথা বলছিলেন। ক্রিয়েটরদের ফলোয়ারদের সংখ্যার চেয়ে কনটেন্টের ওপর বেশি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি। মোসেরি মনে করেন, ফলোয়ারদের কাছে পৌঁছানোই ক্রিয়েটরদের চূড়ান্ত লক্ষ্য হবে। এই পরিবর্তন কনটেন্টের প্রকৃত প্রভাবকে প্রতিনিধিত্ব করে।
আজ, ইনস্টাগ্রাম এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে। প্ল্যাটফর্মটি রিল, লাইভ ভিডিও, ফটো, ক্যারোসেল এবং স্টোরিসহ সকল কনটেন্টজুড়ে ‘ভিউ’ কে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য প্ল্যাটফর্মটির অ্যানালিটিকসগুলোও সংস্কার করবে প্ল্যাটফর্মটি।
এক ঘোষণায় ইনস্টাগ্রাম বলে, ‘রিল, লাইভ, ফটো, ক্যারাউজেল এবং স্টোরিসহ সব ফরম্যাটে প্রাথমিক মেট্রিক হিসেবে ‘ভিউ’ চালু করা হয়েছে ৷ কনটেন্ট নির্বিশেষে এগুলো কতটুকু ভালো করেছে তা ভালোভাবে বুঝতে ইনস্টাগ্রামজুড়ে একই মেট্রিক বা মাপকাঠি ব্যবহার করা হচ্ছে। ক্রিয়েটরদের লক্ষ্য অর্জনের ভালো কৌশল তৈরিতে এটি সাহায্য করবে।
এই পরিবর্তনের আরেকটি দিক হলো—একটি অ্যাকাউন্ট থেকে যতবারই কনটেন্ট দেখা হবে, ততবারই তা ভিউ হিসেবে গণনা করা হবে। যেমনটি এটি রিলসের ক্ষেত্রে করে থাকে। ভিউ এর ওপর গুরুত্ব দেওয়া মাধ্যমে কনটেন্ট এনগেজমেন্ট ও দেখার বিষয়ে আরও সঠিক তথ্য দিতে পারবে ইনস্টাগ্রাম।
পরিবর্তনটি আগের মেট্রিক্সে অভ্যস্ত ক্রিয়েটরদের কাছে প্রাথমিকভাবে ভয়ংকর বলে মনে হতে পারে। তবে ইনস্টাগ্রাম আশা করে যে, পুনরাবৃত্তিমূলক ভিউ গণনা এই পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে সাহায্য করবে। এই পরিবর্তন কনটেন্টের পারফরম্যান্সের বিষয়ে ক্রিয়েটরদের একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে। কনটেন্টের এনগেজমেন্ট ও রিচ বাড়ানোর ক্ষেত্রে ক্রিয়েটরদের কৌশল উন্নত ও পরিমার্জিত করতে এই মেট্রিক সাহায্য করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২২ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২২ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২২ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২২ দিন আগে