এক্সের (সাবেক টুইটার) বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টগুলোতে বিনা মূল্যে নীল টিক যুক্ত করার সুবিধা দিচ্ছেন ইলন মাস্ক। অর্থাৎ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য প্রতি মাসে প্রায় ১১ ডলার খরচ না করেই বিশিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্টে তাদের নীল টিক যুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
টুইটার কেনার পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের পাশাপাশি এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন এই বিলিনিয়র। সে সময় থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হতো। এবার কোম্পানির নীতি পরিবর্তন করে বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করা সুবিধা দেওয়া হলো।
মাস্ক টুইটার অধিগ্রহণের আগে বিখ্যাত সেলিব্রেটি, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য নীল টিক ব্যবহার করা হতো। বিনা মূল্যে এই নীল টিকের পুনরায় আর্বিভাবের কারণে কেউ কেউ অবাক হয়েছেন আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্ল্যাটফর্মটি থেকে বলা হয়, এক্সের ‘প্রভাবশালী সদস্য’ হওয়ায় তাদের বিনা মূল্যে নীল টিক দেওয়া হচ্ছে। তবে সাইটে বলা হয়েছে, এই বিনা মূল্যে ফিচারটি বন্ধ করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এক পোস্টে মাস্ক বলেন, যেসব অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ ভেরিফাই ফলোয়ার রয়েছে সেগুলোতে বিনা মূল্যে ‘প্রিমিয়াম’ প্ল্যানের ফিচারগুলো পাওয়া যাবে এবং যাদের অ্যাকাউন্টে ৫ হাজার ভেরিফাই ফলোয়ার রয়েছে সেসব অ্যাকাউন্টে বিনা মূল্যে ‘প্রিমিয়ার প্লাস’ প্ল্যানের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এক্সে ব্লু টিক ব্যবহারকারীদের পোস্ট অন্য অ্যাকাউন্টের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছে।
এই বিনা মূল্যে সুবিধা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায়, নীল টিকের সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবসাটি মাস্ক যেভাবে আশা করেছিল সেভাবে লাভজনক হয়নি। তবে এ জন্য মাস্ককে সম্পূর্ণরূপে দোষ দেয়া যায় না। কারণ, কোনো প্ল্যাটফর্মে আগে বিনা মূল্যে পাওয়া সেবা বা ফিচারের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা পরবর্তী সময় একই ফিচার বা সেবার জন্য অর্থ খরচ করতে চান না।
প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানে বর্তমানে কতজন সাবস্ক্রাইবার রয়েছে তা জানায়নি এক্স। এ ছাড়া কতগুলো নীল টিক মঞ্জুর করা হয়েছে তা স্পষ্ট নয়।
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্ক টুইটার অধিগ্রহণের পর তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক্সে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা কমে আসে। ২০২৩ সালে বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার পর এক্সের বিজ্ঞাপনী আয় কমে যায়। এ জন্য নতুন নতুন সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে মাস্ক।
তবে অর্থ দিয়ে নীল টিক কেনার জন্য এর বিশেষত্ব নষ্ট হয়। কারণ, যাদের অর্থ আছে, তারাই এই টিক কিনতে পারে। ফলে এর প্রতি অনেকেরই আগ্রহ হারিয়ে যায়।
এক্সের (সাবেক টুইটার) বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টগুলোতে বিনা মূল্যে নীল টিক যুক্ত করার সুবিধা দিচ্ছেন ইলন মাস্ক। অর্থাৎ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য প্রতি মাসে প্রায় ১১ ডলার খরচ না করেই বিশিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্টে তাদের নীল টিক যুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
টুইটার কেনার পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের পাশাপাশি এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন এই বিলিনিয়র। সে সময় থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হতো। এবার কোম্পানির নীতি পরিবর্তন করে বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করা সুবিধা দেওয়া হলো।
মাস্ক টুইটার অধিগ্রহণের আগে বিখ্যাত সেলিব্রেটি, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য নীল টিক ব্যবহার করা হতো। বিনা মূল্যে এই নীল টিকের পুনরায় আর্বিভাবের কারণে কেউ কেউ অবাক হয়েছেন আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্ল্যাটফর্মটি থেকে বলা হয়, এক্সের ‘প্রভাবশালী সদস্য’ হওয়ায় তাদের বিনা মূল্যে নীল টিক দেওয়া হচ্ছে। তবে সাইটে বলা হয়েছে, এই বিনা মূল্যে ফিচারটি বন্ধ করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এক পোস্টে মাস্ক বলেন, যেসব অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ ভেরিফাই ফলোয়ার রয়েছে সেগুলোতে বিনা মূল্যে ‘প্রিমিয়াম’ প্ল্যানের ফিচারগুলো পাওয়া যাবে এবং যাদের অ্যাকাউন্টে ৫ হাজার ভেরিফাই ফলোয়ার রয়েছে সেসব অ্যাকাউন্টে বিনা মূল্যে ‘প্রিমিয়ার প্লাস’ প্ল্যানের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এক্সে ব্লু টিক ব্যবহারকারীদের পোস্ট অন্য অ্যাকাউন্টের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছে।
এই বিনা মূল্যে সুবিধা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায়, নীল টিকের সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবসাটি মাস্ক যেভাবে আশা করেছিল সেভাবে লাভজনক হয়নি। তবে এ জন্য মাস্ককে সম্পূর্ণরূপে দোষ দেয়া যায় না। কারণ, কোনো প্ল্যাটফর্মে আগে বিনা মূল্যে পাওয়া সেবা বা ফিচারের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা পরবর্তী সময় একই ফিচার বা সেবার জন্য অর্থ খরচ করতে চান না।
প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানে বর্তমানে কতজন সাবস্ক্রাইবার রয়েছে তা জানায়নি এক্স। এ ছাড়া কতগুলো নীল টিক মঞ্জুর করা হয়েছে তা স্পষ্ট নয়।
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্ক টুইটার অধিগ্রহণের পর তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক্সে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা কমে আসে। ২০২৩ সালে বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার পর এক্সের বিজ্ঞাপনী আয় কমে যায়। এ জন্য নতুন নতুন সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে মাস্ক।
তবে অর্থ দিয়ে নীল টিক কেনার জন্য এর বিশেষত্ব নষ্ট হয়। কারণ, যাদের অর্থ আছে, তারাই এই টিক কিনতে পারে। ফলে এর প্রতি অনেকেরই আগ্রহ হারিয়ে যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে