বড় পরিবর্তন আসছে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির নতুন নিয়ম অনুযায়ী, আপনি কাউকে ব্লক করেলও তারা আপনার পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। তবে সেই ব্যক্তি আপনার পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া করতে পারবেন না। এই ফিচারটি শিগরিরই নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে এক্সের মালিক ইলন মাস্ক।
বর্তমানে কেউ ব্লক করার পর সেই ব্যক্তির প্রোফাইল দেখতে চেষ্টা করলে ‘আপনাকে ব্লক করা হয়েছে’—এমন মেসেজ দেখা যায়। এটি সমস্ত পোস্ট ব্লক করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া, মিডিয়া, ফলোয়ার এবং ফলোয়ার তালিকা দেখাতেও বাধা দেয়।
এক্সের একটি সূত্র প্রযুক্তি বিষয়ক দ্য ভার্জকে জানিয়েছে, প্ল্যাটফর্মটির এই পরিবর্তন করছে কারণ ইতিমধ্যেই ব্যবহারকারীরা ব্লক করা ব্যক্তিদের পোস্ট অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে বা লগ আউট অবস্থায় দেখতে পারে।
ইলন মাস্ক ব্লক অপশন পছন্দ করেন না তা এর আগেই জানিয়েছেন। গত বছর তিনি বলেছেন, ফিচারটি ‘অর্থহীন’ এবং এর চেয়ে ‘একটি শক্তিশালী মিউট ফিচার’ চালু করা উচিত। সেসময় তিনি আরও বলেন, ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্লক ফিচার পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তবে ডাইরেক্ট মেসেজে এই ফিচার চালু রাখবেন।
এক্সের ব্লক বাটন কোনো ব্যক্তিকে পোস্টে কমেন্ট করতে বাধা দেবে। ফলে দুর্বৃত্তরা কাউকে হয়রানি করতে পারবে না।
প্রায় ১০ বছর আগে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখন প্ল্যাটফর্মটি ব্লক ফিচারে একই ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তবে সেটি দ্রুত পরিবর্তন করা হয়। ২০১৩ সালে টুইটার তার নীতিমালা আপডেট করে ব্লক করা ব্যবহারকারীদের কন্টেন্ট দেখা, ফলো করা এবং এমনকি ব্লক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তবে যিনি ব্লক করেছেন তিনি এসব কার্যক্রম দেখতে পারত না। তবে ব্লকিং আপডেটের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টুইটার জরুরী বৈঠক ডেকে আগের ব্লক ফিচার ফিরিয়ে আনে।
এক্সের সব ব্যবহারকারী ব্লক ফিচারের নতুন পরিবর্তন ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কারণ হয়রানিকারী বা স্টকারদের থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রায়ই ব্লক ফিচারটি ব্যবহার করে। ব্লকিংয়ের নতুন পরিবর্তনগুলো এই বাধাগুলো কমিয়ে দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বড় পরিবর্তন আসছে মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির নতুন নিয়ম অনুযায়ী, আপনি কাউকে ব্লক করেলও তারা আপনার পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। তবে সেই ব্যক্তি আপনার পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া করতে পারবেন না। এই ফিচারটি শিগরিরই নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে এক্সের মালিক ইলন মাস্ক।
বর্তমানে কেউ ব্লক করার পর সেই ব্যক্তির প্রোফাইল দেখতে চেষ্টা করলে ‘আপনাকে ব্লক করা হয়েছে’—এমন মেসেজ দেখা যায়। এটি সমস্ত পোস্ট ব্লক করার পাশাপাশি তাদের প্রতিক্রিয়া, মিডিয়া, ফলোয়ার এবং ফলোয়ার তালিকা দেখাতেও বাধা দেয়।
এক্সের একটি সূত্র প্রযুক্তি বিষয়ক দ্য ভার্জকে জানিয়েছে, প্ল্যাটফর্মটির এই পরিবর্তন করছে কারণ ইতিমধ্যেই ব্যবহারকারীরা ব্লক করা ব্যক্তিদের পোস্ট অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে বা লগ আউট অবস্থায় দেখতে পারে।
ইলন মাস্ক ব্লক অপশন পছন্দ করেন না তা এর আগেই জানিয়েছেন। গত বছর তিনি বলেছেন, ফিচারটি ‘অর্থহীন’ এবং এর চেয়ে ‘একটি শক্তিশালী মিউট ফিচার’ চালু করা উচিত। সেসময় তিনি আরও বলেন, ছাড়া প্ল্যাটফর্মটিতে ব্লক ফিচার পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। তবে ডাইরেক্ট মেসেজে এই ফিচার চালু রাখবেন।
এক্সের ব্লক বাটন কোনো ব্যক্তিকে পোস্টে কমেন্ট করতে বাধা দেবে। ফলে দুর্বৃত্তরা কাউকে হয়রানি করতে পারবে না।
প্রায় ১০ বছর আগে এক্স যখন টুইটার নামে পরিচিত ছিল, তখন প্ল্যাটফর্মটি ব্লক ফিচারে একই ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তবে সেটি দ্রুত পরিবর্তন করা হয়। ২০১৩ সালে টুইটার তার নীতিমালা আপডেট করে ব্লক করা ব্যবহারকারীদের কন্টেন্ট দেখা, ফলো করা এবং এমনকি ব্লক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। তবে যিনি ব্লক করেছেন তিনি এসব কার্যক্রম দেখতে পারত না। তবে ব্লকিং আপডেটের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে টুইটার জরুরী বৈঠক ডেকে আগের ব্লক ফিচার ফিরিয়ে আনে।
এক্সের সব ব্যবহারকারী ব্লক ফিচারের নতুন পরিবর্তন ইতিবাচকভাবে নাও দেখতে পারে। কারণ হয়রানিকারী বা স্টকারদের থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রায়ই ব্লক ফিচারটি ব্যবহার করে। ব্লকিংয়ের নতুন পরিবর্তনগুলো এই বাধাগুলো কমিয়ে দেবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে