ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের সাবস্ক্রিপশন ফি কমিয়েছে মাইক্রোসফট। আগের প্ল্যানের চেয়ে ১০ ডলার কম দিয়ে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন তাঁরা। বিক্রি বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিং সার্চ ইঞ্জিনে বিনামূল্যে ব্যবহারের জন্য গত বছর এআইভিত্তিক চ্যাটবট কোপাইলট চালু করে মাইক্রোসফট। তখন বড় কোম্পানির জন্য মাসে ৩০ ডলার সাবস্ক্রিপশন ফি ধরা ছিল। এবং অন্তত ৩০০ জন সদস্য থাকার শর্ত ছিল।
এখন স্বতন্ত্র ব্যবহারকারীদের কোপাইলট প্রো সাবস্ক্রিপশনে প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইক্রোসফটের জনপ্রিয় অ্যাপলিকেশন ওয়ার্ড ও এক্সেলে এআইভিত্তিক টেক্সট–ড্রাফটিং, সাধারণ গণনা করা যাবে। সেই সঙ্গে গ্রাহকদের নতুন টুল ও জিপিটি–৪ টার্বো এর মতো এআই মডেল ব্যবহারের সুবিধা দেবে।
এর আগে মাইক্রোসফটের এআই চ্যাটবটটির লক্ষ্য ছিল বৃহত্তর ব্যবসা। মূল্য নির্ধারণের কৌশলটি ছোট ব্যবসা ও সাধারণ ব্যক্তিদের বাইরে রাখা করা হয়েছিল। নতুন ঘোষণায় কোম্পানিটি এই শর্ত বাদ দিয়েছে।
করপোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পাতারো বলেন, সমস্ত ব্যবসায়িক গ্রাহক এখন কোপাইলটে সাইন আপ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
এআই প্রযুক্তি ও ক্লাউড সফটওয়্যারের ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করছে গুগল।
মাইক্রোসফটের কোপাইলট প্রো ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ভোক্তা বাজারে প্রবেশ করছে। চ্যাটজিপিটি চ্যাটবটের প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেএআইতে গত বছর বিনিয়োগ করে মাইক্রোসফট। প্রায় এক বছর আগে চ্যাটজিপিটি প্লাস নামে ২০ ডলার সাবস্ক্রিপশন ঘোষণা করা হয়। এর মাধ্যমে এআইভিত্তিক নতুন ফিচার ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট কোপাইলটের সাবস্ক্রিপশন ফি কমিয়েছে মাইক্রোসফট। আগের প্ল্যানের চেয়ে ১০ ডলার কম দিয়ে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন তাঁরা। বিক্রি বাড়াতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিং সার্চ ইঞ্জিনে বিনামূল্যে ব্যবহারের জন্য গত বছর এআইভিত্তিক চ্যাটবট কোপাইলট চালু করে মাইক্রোসফট। তখন বড় কোম্পানির জন্য মাসে ৩০ ডলার সাবস্ক্রিপশন ফি ধরা ছিল। এবং অন্তত ৩০০ জন সদস্য থাকার শর্ত ছিল।
এখন স্বতন্ত্র ব্যবহারকারীদের কোপাইলট প্রো সাবস্ক্রিপশনে প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইক্রোসফটের জনপ্রিয় অ্যাপলিকেশন ওয়ার্ড ও এক্সেলে এআইভিত্তিক টেক্সট–ড্রাফটিং, সাধারণ গণনা করা যাবে। সেই সঙ্গে গ্রাহকদের নতুন টুল ও জিপিটি–৪ টার্বো এর মতো এআই মডেল ব্যবহারের সুবিধা দেবে।
এর আগে মাইক্রোসফটের এআই চ্যাটবটটির লক্ষ্য ছিল বৃহত্তর ব্যবসা। মূল্য নির্ধারণের কৌশলটি ছোট ব্যবসা ও সাধারণ ব্যক্তিদের বাইরে রাখা করা হয়েছিল। নতুন ঘোষণায় কোম্পানিটি এই শর্ত বাদ দিয়েছে।
করপোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্পাতারো বলেন, সমস্ত ব্যবসায়িক গ্রাহক এখন কোপাইলটে সাইন আপ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
এআই প্রযুক্তি ও ক্লাউড সফটওয়্যারের ব্যবসায়িক গ্রাহকদের জন্য মাইক্রোসফটের সঙ্গে প্রতিযোগিতা করছে গুগল।
মাইক্রোসফটের কোপাইলট প্রো ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ভোক্তা বাজারে প্রবেশ করছে। চ্যাটজিপিটি চ্যাটবটের প্রতিষ্ঠাতা কোম্পানি ওপেএআইতে গত বছর বিনিয়োগ করে মাইক্রোসফট। প্রায় এক বছর আগে চ্যাটজিপিটি প্লাস নামে ২০ ডলার সাবস্ক্রিপশন ঘোষণা করা হয়। এর মাধ্যমে এআইভিত্তিক নতুন ফিচার ব্যবহারের সুবিধা দেওয়া হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫