বাকৃবি সংবাদদাতা
দেশের কৃষি-সংশ্লিষ্ট ৯টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে ১২ এপ্রিল। প্রতিবছরই পরীক্ষার দিন শিক্ষার্থীদের অচেনা ক্যাম্পাসে এসে নির্ধারিত কক্ষ খুঁজে পেতে ভোগান্তি পোহাতে হয়। থাকে মানসিক চাপ। সেই জটিলতা কাটাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এসেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
বাকৃবির বায়োইনফরমেটিকস বিভাগের তিন শিক্ষার্থী ‘এক্সাম হল ফাইন্ডার’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করেছেন। এতে পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর ও কক্ষ নম্বর ইনপুট দিলেই ম্যাপের মাধ্যমে কক্ষের সঠিক অবস্থান ও সেখানে যাওয়ার দিকনির্দেশনা পেয়ে যাবেন।
অ্যাপটি তৈরি করেছেন অনিক হাওলাদার, মুহাম্মদ ইশমামুল হক ও মো. আসিফুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অ্যাপটি প্রথম তৈরি হয় গত বছর। তবে চলতি বছরের ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী অ্যাপটি সম্প্রতি হালনাগাদ করা হয়েছে।
অনিক বলেন, ‘আমরা এই অ্যাপ তৈরি করে আগেও ভালো সাড়া পেয়েছিলাম। এবার নতুন কেন্দ্রগুলোর তথ্য যোগ এবং ইউজার ইন্টারফেস আরও সহজ করে অ্যাপটি আপডেট করেছি, যাতে পরীক্ষার্থীরা উপকৃত হন। এখন পর্যন্ত অ্যাপটি শুধু বাকৃবি কেন্দ্রে কার্যকর। তবে ভবিষ্যতে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।’
অ্যাপটিতে প্রবেশ করা যাবে ওয়েবলিংক কিংবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। এটি ব্যবহার করে পরীক্ষার্থীদের যেমন সময় সাশ্রয় হবে, তেমনি পরীক্ষার দিন কক্ষ খুঁজে না পাওয়ার ভোগান্তি থেকে রেহাই মিলবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির বাকৃবি কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী দক্ষতা দিয়ে যেভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভর্তি-ইচ্ছুকদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।’
দেশের কৃষি-সংশ্লিষ্ট ৯টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে ১২ এপ্রিল। প্রতিবছরই পরীক্ষার দিন শিক্ষার্থীদের অচেনা ক্যাম্পাসে এসে নির্ধারিত কক্ষ খুঁজে পেতে ভোগান্তি পোহাতে হয়। থাকে মানসিক চাপ। সেই জটিলতা কাটাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এসেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
বাকৃবির বায়োইনফরমেটিকস বিভাগের তিন শিক্ষার্থী ‘এক্সাম হল ফাইন্ডার’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করেছেন। এতে পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর ও কক্ষ নম্বর ইনপুট দিলেই ম্যাপের মাধ্যমে কক্ষের সঠিক অবস্থান ও সেখানে যাওয়ার দিকনির্দেশনা পেয়ে যাবেন।
অ্যাপটি তৈরি করেছেন অনিক হাওলাদার, মুহাম্মদ ইশমামুল হক ও মো. আসিফুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিকস বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অ্যাপটি প্রথম তৈরি হয় গত বছর। তবে চলতি বছরের ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী অ্যাপটি সম্প্রতি হালনাগাদ করা হয়েছে।
অনিক বলেন, ‘আমরা এই অ্যাপ তৈরি করে আগেও ভালো সাড়া পেয়েছিলাম। এবার নতুন কেন্দ্রগুলোর তথ্য যোগ এবং ইউজার ইন্টারফেস আরও সহজ করে অ্যাপটি আপডেট করেছি, যাতে পরীক্ষার্থীরা উপকৃত হন। এখন পর্যন্ত অ্যাপটি শুধু বাকৃবি কেন্দ্রে কার্যকর। তবে ভবিষ্যতে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য এটি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।’
অ্যাপটিতে প্রবেশ করা যাবে ওয়েবলিংক কিংবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে। এটি ব্যবহার করে পরীক্ষার্থীদের যেমন সময় সাশ্রয় হবে, তেমনি পরীক্ষার দিন কক্ষ খুঁজে না পাওয়ার ভোগান্তি থেকে রেহাই মিলবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির বাকৃবি কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী দক্ষতা দিয়ে যেভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভর্তি-ইচ্ছুকদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে