সম্প্রতি নিজেদের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিউ স্পিড আলট্রা ৭ (এসইউ ৭) মডেলের বাজারে ছাড়ার কার্যক্রম শুরু করেছে চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। গত বুধবার এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই ১ লাখ বৈদ্যুতিক গাড়ির জন্য অর্ডার এসেছে। সেগুলো ডেলিভারি দেওয়া শুরুও হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শাওমির বৈদ্যুতিক গাড়িগুলোর প্রথম ডেলিভারি উপলক্ষে বেইজিংয়ের একটি অনুষ্ঠানে সিইও ও প্রতিষ্ঠাতা লেই জুন বলেন, শাওমির গাড়ি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, স্মার্ট গাড়ির ক্ষেত্রে আসল বিপ্লব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ও চীন অবশ্যই টেসলার মতো একটি দুর্দান্ত কোম্পানির জন্ম দেবে।’
শাওমি একটি সীমিত ব্যাচ প্রথমে ডেলিভারি করবে। এই প্রথম ব্যাচে ৫ হাজারটি গাড়ি ডেলিভারি করা হবে। শাওমি এগুলো ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। একে ‘প্রতিষ্ঠাতা সংস্করণ’ বলা হয়। প্রথম দিকের ক্রেতাদের গাড়ির সঙ্গে অতিরিক্ত অ্যাকসেসরিজ দেওয়া হবে।
গত সপ্তাহে এসইউ ৭ উন্মোচনের পর শাওমি জানায়, বৈদ্যুতিক গাড়িটি পেতে ক্রেতাদের চার থেকে সাত মাস অপেক্ষা করতে হতে পারে যা এটি শক্তিশালী চাহিদার লক্ষণ।
এসইউ ৭ প্রতি আগ্রহ বাড়ায় গত মঙ্গলবার শাওমির শেয়ার ১৬ শতাংশ বৃদ্ধি পায়। তবে কোম্পানিটি এই বছর গাড়ি প্রতি প্রায় ১০ হাজার ডলার হারাবে এক ব্রোকারেজ কোম্পানি পূর্বাভাস দিয়েছে। হ্যাং সেং সূচক অনুসারে ১ দশমিক ১ পতনের পর বিপরীতে বুধবার সকালে ৩ শতাংশেরও কমে শেয়ার লেনদেন হয়েছে।
গত মঙ্গলবার কোম্পানির বাজারমূল্য ৫ হাজার ৫০০ কোটি ডলার হয় ও প্রতিটি শেয়ারের মূল্য ১৭ দশমিক ৩৪ ডলার ছিল। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জেনারেল মোটরস ও ফোর্ড থেকে বেশি। এদের বাজারমূল্য যথাক্রমে ৫ হাজার ৫০০ কোটি ডলার ও ৫ হাজার ৩০০ কোটি ডলার।
এসইউ ৭ মডেলের প্রতিটি গাড়ির দাম ৩০ হাজার ডলার যা টেসলার চীনের মডেল ৩ থেকে অনেক সস্তা।
ইভির দাম বেশি হওয়ায় ও চাহিদা কমে যাওয়ার কারণে নতুন গাড়ি প্রস্তুতকারকদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, অন্যান্য ইভি স্টার্টআপদের তুলনায় শাওমির অনেক মূলধন রয়েছে। সেই সঙ্গে স্মার্টফোন তৈরিতেও কোম্পানিটির অভিজ্ঞতা রয়েছে। তাই চীনের ভোক্তাদের কাছে বেশি আকর্ষণীয় হবে।
টেসলা আপাতত তাদের ইভি ডেলিভারি বন্ধ করেছে। কোম্পানিটির নতুন মডেল ৩-এর বর্ধিত উৎপাদন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়ার কারখানাকে প্রস্তুত করতে, লোহিত সাগরের সংঘর্ষ এবং জার্মানির বার্লিনের কারখানায় অগ্নিসংযোগের কারণে এই ডেলিভারি বন্ধ রয়েছে।
কোম্পানিটির ৩ হাজার ৭৫৯ কোটি ডলার আয়ের বেশির ভাগই স্মার্টফোন বিক্রি মাধ্যমে আয় করে।
ইভি উন্মোচনের মাধ্যমে লেই এর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়। তিনি ২০২১ সালে কোম্পানির ইভিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। জীবনের ‘শেষ বড় উদ্যোক্তা প্রকল্প’ হিসাবে অটো ব্যবসায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন লেই।
সম্প্রতি নিজেদের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিউ স্পিড আলট্রা ৭ (এসইউ ৭) মডেলের বাজারে ছাড়ার কার্যক্রম শুরু করেছে চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। গত বুধবার এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই ১ লাখ বৈদ্যুতিক গাড়ির জন্য অর্ডার এসেছে। সেগুলো ডেলিভারি দেওয়া শুরুও হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শাওমির বৈদ্যুতিক গাড়িগুলোর প্রথম ডেলিভারি উপলক্ষে বেইজিংয়ের একটি অনুষ্ঠানে সিইও ও প্রতিষ্ঠাতা লেই জুন বলেন, শাওমির গাড়ি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে, স্মার্ট গাড়ির ক্ষেত্রে আসল বিপ্লব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ও চীন অবশ্যই টেসলার মতো একটি দুর্দান্ত কোম্পানির জন্ম দেবে।’
শাওমি একটি সীমিত ব্যাচ প্রথমে ডেলিভারি করবে। এই প্রথম ব্যাচে ৫ হাজারটি গাড়ি ডেলিভারি করা হবে। শাওমি এগুলো ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। একে ‘প্রতিষ্ঠাতা সংস্করণ’ বলা হয়। প্রথম দিকের ক্রেতাদের গাড়ির সঙ্গে অতিরিক্ত অ্যাকসেসরিজ দেওয়া হবে।
গত সপ্তাহে এসইউ ৭ উন্মোচনের পর শাওমি জানায়, বৈদ্যুতিক গাড়িটি পেতে ক্রেতাদের চার থেকে সাত মাস অপেক্ষা করতে হতে পারে যা এটি শক্তিশালী চাহিদার লক্ষণ।
এসইউ ৭ প্রতি আগ্রহ বাড়ায় গত মঙ্গলবার শাওমির শেয়ার ১৬ শতাংশ বৃদ্ধি পায়। তবে কোম্পানিটি এই বছর গাড়ি প্রতি প্রায় ১০ হাজার ডলার হারাবে এক ব্রোকারেজ কোম্পানি পূর্বাভাস দিয়েছে। হ্যাং সেং সূচক অনুসারে ১ দশমিক ১ পতনের পর বিপরীতে বুধবার সকালে ৩ শতাংশেরও কমে শেয়ার লেনদেন হয়েছে।
গত মঙ্গলবার কোম্পানির বাজারমূল্য ৫ হাজার ৫০০ কোটি ডলার হয় ও প্রতিটি শেয়ারের মূল্য ১৭ দশমিক ৩৪ ডলার ছিল। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জেনারেল মোটরস ও ফোর্ড থেকে বেশি। এদের বাজারমূল্য যথাক্রমে ৫ হাজার ৫০০ কোটি ডলার ও ৫ হাজার ৩০০ কোটি ডলার।
এসইউ ৭ মডেলের প্রতিটি গাড়ির দাম ৩০ হাজার ডলার যা টেসলার চীনের মডেল ৩ থেকে অনেক সস্তা।
ইভির দাম বেশি হওয়ায় ও চাহিদা কমে যাওয়ার কারণে নতুন গাড়ি প্রস্তুতকারকদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, অন্যান্য ইভি স্টার্টআপদের তুলনায় শাওমির অনেক মূলধন রয়েছে। সেই সঙ্গে স্মার্টফোন তৈরিতেও কোম্পানিটির অভিজ্ঞতা রয়েছে। তাই চীনের ভোক্তাদের কাছে বেশি আকর্ষণীয় হবে।
টেসলা আপাতত তাদের ইভি ডেলিভারি বন্ধ করেছে। কোম্পানিটির নতুন মডেল ৩-এর বর্ধিত উৎপাদন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়ার কারখানাকে প্রস্তুত করতে, লোহিত সাগরের সংঘর্ষ এবং জার্মানির বার্লিনের কারখানায় অগ্নিসংযোগের কারণে এই ডেলিভারি বন্ধ রয়েছে।
কোম্পানিটির ৩ হাজার ৭৫৯ কোটি ডলার আয়ের বেশির ভাগই স্মার্টফোন বিক্রি মাধ্যমে আয় করে।
ইভি উন্মোচনের মাধ্যমে লেই এর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়। তিনি ২০২১ সালে কোম্পানির ইভিতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। জীবনের ‘শেষ বড় উদ্যোক্তা প্রকল্প’ হিসাবে অটো ব্যবসায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেন লেই।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে