প্রযুক্তি ডেস্ক
এক দিনেই মোট সম্পদের ২ হাজার ৯০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের শেয়ারবাজারে ধস নামায় এই লোকসানে পড়লেন জাকারবার্গ। তবে একই দিনে ব্লকবাস্টার ব্যবসার মাধ্যমে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঝুলিতে যোগ হয়েছে আরও ২ হাজার কোটি ডলার।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট মেটায় জাকারবার্গের শেয়ার আছে ২৬ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার ২৬ শতাংশ কমে যাওয়ায় এই এক দিনেই ২ লাখ কোটি ডলার (২০০ বিলিয়ন) লোকসান করেছে মেটা। তাই জাকারবার্গের মোট সম্পদ ৮৫ হাজার কোটি ডলারে (৮৫ বিলিয়ন) নেমে এসেছে।
বাজার বিশ্লেষক সংস্থা রিফিনিটিভ তথ্য অনুসারে, ফোর্বস তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে শেয়ার আছে ৯ দশমিক ৯ শতাংশ।
মূলত বৈদ্যুতিক যানবাহন তৈরিকারক প্রতিষ্ঠান বিনিয়োগের কারণেই আমাজনের মুনাফার পরিমাণ বেড়েছে। তা ছাড়া করোনা মহামারিতে মানুষ অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল হওয়ায় আমাজন এক ব্লকবাস্টার প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বসের মতে, ২০২১ সালে এর আগের বছরের তুলনায় জেফ বেজোস এর মোট সম্পদের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে গিয়ে ১ লাখ ৭৭ হাজার (১৭৭ বিলিয়ন) ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে এক দিনেই ৩৫ হাজার কোটি ডলার লোকসানে পড়েন টেসলার মালিক ইলন মাস্ক। এবার বড় ধরনের লোকসানের মুখ দেখলেন জাকারবার্গ।
এক দিনেই ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোয় ফোর্বসের বিলিয়নারির তালিকায় দ্বাদশ অবস্থানে নেমে এসেছেন জাকারবার্গ। এই তালিকায় তার ওপরে আছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
এক দিনেই মোট সম্পদের ২ হাজার ৯০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের শেয়ারবাজারে ধস নামায় এই লোকসানে পড়লেন জাকারবার্গ। তবে একই দিনে ব্লকবাস্টার ব্যবসার মাধ্যমে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঝুলিতে যোগ হয়েছে আরও ২ হাজার কোটি ডলার।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট মেটায় জাকারবার্গের শেয়ার আছে ২৬ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার ২৬ শতাংশ কমে যাওয়ায় এই এক দিনেই ২ লাখ কোটি ডলার (২০০ বিলিয়ন) লোকসান করেছে মেটা। তাই জাকারবার্গের মোট সম্পদ ৮৫ হাজার কোটি ডলারে (৮৫ বিলিয়ন) নেমে এসেছে।
বাজার বিশ্লেষক সংস্থা রিফিনিটিভ তথ্য অনুসারে, ফোর্বস তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে শেয়ার আছে ৯ দশমিক ৯ শতাংশ।
মূলত বৈদ্যুতিক যানবাহন তৈরিকারক প্রতিষ্ঠান বিনিয়োগের কারণেই আমাজনের মুনাফার পরিমাণ বেড়েছে। তা ছাড়া করোনা মহামারিতে মানুষ অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল হওয়ায় আমাজন এক ব্লকবাস্টার প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বসের মতে, ২০২১ সালে এর আগের বছরের তুলনায় জেফ বেজোস এর মোট সম্পদের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে গিয়ে ১ লাখ ৭৭ হাজার (১৭৭ বিলিয়ন) ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে এক দিনেই ৩৫ হাজার কোটি ডলার লোকসানে পড়েন টেসলার মালিক ইলন মাস্ক। এবার বড় ধরনের লোকসানের মুখ দেখলেন জাকারবার্গ।
এক দিনেই ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোয় ফোর্বসের বিলিয়নারির তালিকায় দ্বাদশ অবস্থানে নেমে এসেছেন জাকারবার্গ। এই তালিকায় তার ওপরে আছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে