অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর সংস্করণ নম্বর বদলে বছরভিত্তিক নামকরণ ঘোষণা করতে যাচ্ছে। এর ফলে আর আইওএস ১৯-এর বদলে আসছে আইওএস ২৬।
শুধু আইওএস–ই নয়, বরং আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং ভিশনওএস—সব অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ একইভাবে ২৬ নম্বরে রূপান্তরিত হবে। নতুন নামগুলো হবে আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, টিভিওএস ২৬, ওয়াচওএস ২৬ ও ভিশনওএস ২৬। পূর্বের ধারাবাহিকতায় এগুলোর নাম হতো যথাক্রমে আইপ্যাডওএস ১৯, ম্যাকওএস ১৬, টিভিওএস ১৯, ওয়াচওএস ১২ ও ভিশনওএস ৩।
এই পরিবর্তনের ফলে অ্যাপলের সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেমের নামকরণে একধরনের সংগতি আসবে। ভিন্ন ভিন্ন সংখ্যার পরিবর্তে এখন এক বছরের প্রতিনিধিত্বকারী একটি একক সংখ্যা ব্যবহৃত হবে। অ্যাপল জানায়, গাড়ির মডেলের মতোই অপারেটিং সিস্টেমের নাম বছর অনুসারে নির্ধারণ করা হবে। যেমন: আইওএস ২৬ নামটি ব্যবহার করা হচ্ছে, কারণ এই আপডেট ২০২৫ ও ২০২৬—দুই বছরজুড়ে আসবে।
নাম পরিবর্তনের পাশাপাশি, অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একীভূত নকশা আনার উদ্যোগও নিচ্ছে অ্যাপল। ভিশনওএসের অনুরূপ নতুন ডিজাইন এবার আসছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএসে। এতে করে ব্যবহারকারীরা ভিন্ন ডিভাইসে হলেও অভিন্ন ডিজাইন ও ব্যবহারে অভিজ্ঞতা পাবেন।
এই নতুন নামকরণ ও ডিজাইন আপডেট সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসবে জুন মাসে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে।
এ ছাড়া গুঞ্জন রয়েছে, অ্যাপলের সব ডিভাইসের জন্য আসছে একক গেমিং অ্যাপ। অ্যাপলের এই নতুন গেমিং অ্যাপ চলতি বছরের শেষ দিকে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভিতে প্রি-ইনস্টল করা থাকবে। অ্যাপটির মাধ্যমে অ্যাপ স্টোরের গেম সেকশনে সহজে প্রবেশ করা যাবে। একই সঙ্গে অ্যাপল আর্কেড প্রচারে গুরুত্ব দেবে এই অ্যাপ। গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে।
কোম্পানিটি সম্ভবত গেমিংকে অ্যাপ স্টোর থেকে আলাদা করে একটি কেন্দ্রীয় হাব তৈরি করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজেই গেম খুঁজে পেতে ও ডাউনলোড করতে পারেন।
অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর সংস্করণ নম্বর বদলে বছরভিত্তিক নামকরণ ঘোষণা করতে যাচ্ছে। এর ফলে আর আইওএস ১৯-এর বদলে আসছে আইওএস ২৬।
শুধু আইওএস–ই নয়, বরং আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএস এবং ভিশনওএস—সব অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ একইভাবে ২৬ নম্বরে রূপান্তরিত হবে। নতুন নামগুলো হবে আইপ্যাডওএস ২৬, ম্যাকওএস ২৬, টিভিওএস ২৬, ওয়াচওএস ২৬ ও ভিশনওএস ২৬। পূর্বের ধারাবাহিকতায় এগুলোর নাম হতো যথাক্রমে আইপ্যাডওএস ১৯, ম্যাকওএস ১৬, টিভিওএস ১৯, ওয়াচওএস ১২ ও ভিশনওএস ৩।
এই পরিবর্তনের ফলে অ্যাপলের সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেমের নামকরণে একধরনের সংগতি আসবে। ভিন্ন ভিন্ন সংখ্যার পরিবর্তে এখন এক বছরের প্রতিনিধিত্বকারী একটি একক সংখ্যা ব্যবহৃত হবে। অ্যাপল জানায়, গাড়ির মডেলের মতোই অপারেটিং সিস্টেমের নাম বছর অনুসারে নির্ধারণ করা হবে। যেমন: আইওএস ২৬ নামটি ব্যবহার করা হচ্ছে, কারণ এই আপডেট ২০২৫ ও ২০২৬—দুই বছরজুড়ে আসবে।
নাম পরিবর্তনের পাশাপাশি, অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে একীভূত নকশা আনার উদ্যোগও নিচ্ছে অ্যাপল। ভিশনওএসের অনুরূপ নতুন ডিজাইন এবার আসছে আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ওয়াচওএসে। এতে করে ব্যবহারকারীরা ভিন্ন ডিভাইসে হলেও অভিন্ন ডিজাইন ও ব্যবহারে অভিজ্ঞতা পাবেন।
এই নতুন নামকরণ ও ডিজাইন আপডেট সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসবে জুন মাসে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে।
এ ছাড়া গুঞ্জন রয়েছে, অ্যাপলের সব ডিভাইসের জন্য আসছে একক গেমিং অ্যাপ। অ্যাপলের এই নতুন গেমিং অ্যাপ চলতি বছরের শেষ দিকে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভিতে প্রি-ইনস্টল করা থাকবে। অ্যাপটির মাধ্যমে অ্যাপ স্টোরের গেম সেকশনে সহজে প্রবেশ করা যাবে। একই সঙ্গে অ্যাপল আর্কেড প্রচারে গুরুত্ব দেবে এই অ্যাপ। গেম সেন্টার নামের অ্যাপলের পুরোনো সামাজিক গেমিং প্ল্যাটফর্মটির পরিবর্তে এটি চালু হতে পারে।
কোম্পানিটি সম্ভবত গেমিংকে অ্যাপ স্টোর থেকে আলাদা করে একটি কেন্দ্রীয় হাব তৈরি করতে চাইছে, যাতে ব্যবহারকারীরা সহজেই গেম খুঁজে পেতে ও ডাউনলোড করতে পারেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে