সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে