গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে।
টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন।
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন।
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন।
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন।
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন।
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন।
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে।
ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল।
এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে।
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে।
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে।
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
গুগল ফোটজ থেকে আইক্লাউডে ছবি ও ভিডিও সহজে নেওয়ার জন্য একটি নতুন টুল উন্মোচন করেছে গুগল ও অ্যাপল। এই টুলের মাধ্যমে গুগল থেকে একটি একটি করে ছবি ও ভিডিও ডাউনলোড করে আইক্লাউডে আপলোড করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ডেটা ও সময় দুটিই বাঁচবে।
টুলটি ব্যবহারের আগে আইক্লাউডে পর্যাপ্ত স্টোরেজ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। তা না হলে প্রক্রিয়াটি কাজ করবে না। আইক্লাউডে ৫ জিবি পর্যন্ত বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখতে পারবেন। তবে স্টোরেজ বাড়াতে পছন্দমতো প্ল্যান কিনতেও পারেন।
গুগল ফটোজ থেকে আইক্লাইডে ছবি ও ভিডিও নেওয়ার জন্য এরপর নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন—
১. অ্যাপলের ডিভাইসের সেটিংসে প্রবেশ করুন।
২. নিজের অ্যাকাউন্টের নামের ওপর ট্যাপ করুন। এরপর আইক্লাউডে ট্যাপ করুন।
৩. আইক্লাউড ফটোজ ও আইক্লাউড ড্রাইভ চালু করুন।
৪. এরপর পছন্দের ব্রাউজার থেকে গুগলের টেকআউট (takeout. google. com) ওয়েবসাইটে প্রবেশ করুন। এ সময় নিজের গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।
৫. এরপর তালিকা থেকে ‘গুগল ফটোজ’ অপশনটি নির্বাচন করুন।
৬. ছবি ও ভিডিও আইক্লাউডে রাখার জন্য ‘অ্যাপল আইক্লাউড ফটোজ’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন।
৮. গুগল ফটোজের ছবি ও ভিডিও আইক্লাউড অ্যাকাউন্টে রাখার জন্য গুগল কিছু অনুমতি চাইবে। সেসব প্রয়োজনীয় অনুমতি দিন।
৯. এরপর স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন। এভাবে আইক্লাউডে ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
অ্যাপল ডেটা ও প্রাইভেসি পেজ থেকে এই প্রক্রিয়ার অগ্রগতি দেখতে পারবেন। এই ছবি ও ভিডিও নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে তা আপনার ফাইলের সাইজের ওপর নির্ভর করবে। কিছু ঘণ্টা থেকে কয়েক দিন সময়ও লাগতে পারে সব ফাইল স্থানান্তর করতে।
ছবি ও ভিডিও আইক্লাউডে নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষে আপনার ইমেইল আইডিতে একটি ইমেইল নোটিফিকেশন পাঠাবে অ্যাপল।
এ প্রক্রিয়া শুরু করার আগে নিচের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন—
• এই প্রক্রিয়া গুগল ফটোজের কোনো ছবি ও ভিডিও ডিলিট হবে না। শুধু আইক্লাউডে কপি হবে।
• এই প্রক্রিয়ায় JEPG, HEIC, PBG, GIF, TIFF, BMP, MP 4 ও MOV ফাইল কপি হবে।
• যেসব ফাইল আইক্লাউড সমর্থন করবে না, সেগুলো স্বয়ক্রিয়ভাবে আইড্রাইভে চলে যাবে।
• কপি হওয়া ছবি ও ভিডিওগুলো আইওএসের ফটোজ অ্যাপে ‘Import from Google’ নামে অ্যালবামে থাকবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে