সুপার কম্পিউটারের জন্য এনভিডিয়া কোম্পানির নতুন ‘ব্ল্যাকওয়েল’ চিপের প্রথম চালান গ্রহণ করবে সফটব্যাংকের জাপানের টেলিকম ইউনিট। বহুজাতিক কোম্পানিটির প্রধান মাসায়োশি সন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাদের কোম্পানির ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপার কম্পিউটারের জন্য এনভিডিয়ার গ্রেস ব্ল্যাকওয়েল চিপও ব্যবহার করার পরিকল্পনা করছে সফটব্যাংক। এ নিয়ে গত বুধবার জাপানের টোকিওতে একটি এআই ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সফটব্যাংক গ্রুপের সিইও মাসায়োশি সন এবং এনভিডিয়ার সিইও উপস্থিত ছিলেন।
মাসায়োশি সন তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবের সঙ্গে যুক্ত করতে চাপ দিচ্ছেন। তিনি ওপেনএআইতে একটি অংশীদারত্ব গ্রহণ করেছেন এবং চিপ স্টার্টআপ ‘গ্রাফকোর’ অধিগ্রহণ করেছেন। তবে কিছু বছর ধরে চলা অস্থিরতার কারণে তাকে ব্যবসার ব্যয় সংকোচন করতে হয়েছিল।
এই ইভেন্টে দুই ব্যবসায়ীর আলোচনা করেন। যেখানে জেনসেন হুয়াং স্মরণ করেন যে, একসময় মাসায়োশি সন তাকে এনভিডিয়া কেনার জন্য অর্থ ধার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কারণ সেই সময়ে বাজারে এনভিডিয়ার মূল্য সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছিল না।
জেনসেন হুয়াং মজা করে বলেন, এনভিডিয়াকে কিনে নেওয়ার জন্য অর্থ ধার দিতে চান সন। তবে আমি এখন তা না নেওয়ার জন্য অনুশোচনায় ভুগছি।
সন বলেন, চিপ ডিজাইনার আর্মকে কিনে নেওয়ার এক মাস পর এই প্রস্তাবটি দেওয়া হয়। এরপর তার
জাপানি বিলিয়নিয়ার সন এনভিডিয়ায় শেয়ার বিক্রি করেন এবং এরপর এনভিডিয়া কোম্পানির কাছে আর্ম বিক্রির চেষ্টা করেন, যা নিয়ন্ত্রক বাধার কারণে ব্যর্থ হয়।
গেমিংয়ের জন্য চিপ ডিজাইনের জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের জন্য বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে এনভিডিয়া।
দূরদর্শী বিনিয়োগকারী হিসেবে সনের পরিচিত আছে। তিনি নতুন উদ্যোক্তা ও আলিবাবা কোম্পানিতে বিনিয়োগ করেন। তবে কিছু উইওয়ার্কের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেও তিনি আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছেন।
বিশ্বব্যাপী টেলিকম কোম্পানিগুলো নতুন প্রবৃদ্ধির খোঁজে থাকায়, সফটব্যাংক এনভিডিয়ার সঙ্গে নেটওয়ার্ক বিষয়ক পাইলট প্রকল্পে অংশীদারত্ব করেছে। এই প্রকল্পে ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উভয় সেবা একসঙ্গে পরিচালনা করবে।
দুই ব্যবসায়ীর মধ্যে সাদৃশ্যের কথা উল্লেখ করে সন বলেন, ‘একে অপরের মধ্যে আমরা একই দৃষ্টিভঙ্গি দেখতে পারছি, ঠিক যেমন একটি নেকড়ের গন্ধ নেকড়েকে টানে।’
তথ্যসূত্র: রয়টার্স
সুপার কম্পিউটারের জন্য এনভিডিয়া কোম্পানির নতুন ‘ব্ল্যাকওয়েল’ চিপের প্রথম চালান গ্রহণ করবে সফটব্যাংকের জাপানের টেলিকম ইউনিট। বহুজাতিক কোম্পানিটির প্রধান মাসায়োশি সন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাদের কোম্পানির ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপার কম্পিউটারের জন্য এনভিডিয়ার গ্রেস ব্ল্যাকওয়েল চিপও ব্যবহার করার পরিকল্পনা করছে সফটব্যাংক। এ নিয়ে গত বুধবার জাপানের টোকিওতে একটি এআই ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সফটব্যাংক গ্রুপের সিইও মাসায়োশি সন এবং এনভিডিয়ার সিইও উপস্থিত ছিলেন।
মাসায়োশি সন তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লবের সঙ্গে যুক্ত করতে চাপ দিচ্ছেন। তিনি ওপেনএআইতে একটি অংশীদারত্ব গ্রহণ করেছেন এবং চিপ স্টার্টআপ ‘গ্রাফকোর’ অধিগ্রহণ করেছেন। তবে কিছু বছর ধরে চলা অস্থিরতার কারণে তাকে ব্যবসার ব্যয় সংকোচন করতে হয়েছিল।
এই ইভেন্টে দুই ব্যবসায়ীর আলোচনা করেন। যেখানে জেনসেন হুয়াং স্মরণ করেন যে, একসময় মাসায়োশি সন তাকে এনভিডিয়া কেনার জন্য অর্থ ধার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কারণ সেই সময়ে বাজারে এনভিডিয়ার মূল্য সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছিল না।
জেনসেন হুয়াং মজা করে বলেন, এনভিডিয়াকে কিনে নেওয়ার জন্য অর্থ ধার দিতে চান সন। তবে আমি এখন তা না নেওয়ার জন্য অনুশোচনায় ভুগছি।
সন বলেন, চিপ ডিজাইনার আর্মকে কিনে নেওয়ার এক মাস পর এই প্রস্তাবটি দেওয়া হয়। এরপর তার
জাপানি বিলিয়নিয়ার সন এনভিডিয়ায় শেয়ার বিক্রি করেন এবং এরপর এনভিডিয়া কোম্পানির কাছে আর্ম বিক্রির চেষ্টা করেন, যা নিয়ন্ত্রক বাধার কারণে ব্যর্থ হয়।
গেমিংয়ের জন্য চিপ ডিজাইনের জন্য সবচেয়ে জনপ্রিয় ছিল এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের জন্য বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে এনভিডিয়া।
দূরদর্শী বিনিয়োগকারী হিসেবে সনের পরিচিত আছে। তিনি নতুন উদ্যোক্তা ও আলিবাবা কোম্পানিতে বিনিয়োগ করেন। তবে কিছু উইওয়ার্কের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেও তিনি আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েছেন।
বিশ্বব্যাপী টেলিকম কোম্পানিগুলো নতুন প্রবৃদ্ধির খোঁজে থাকায়, সফটব্যাংক এনভিডিয়ার সঙ্গে নেটওয়ার্ক বিষয়ক পাইলট প্রকল্পে অংশীদারত্ব করেছে। এই প্রকল্পে ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উভয় সেবা একসঙ্গে পরিচালনা করবে।
দুই ব্যবসায়ীর মধ্যে সাদৃশ্যের কথা উল্লেখ করে সন বলেন, ‘একে অপরের মধ্যে আমরা একই দৃষ্টিভঙ্গি দেখতে পারছি, ঠিক যেমন একটি নেকড়ের গন্ধ নেকড়েকে টানে।’
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫