অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে