প্রযুক্তি ডেস্ক
গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।
গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি।
রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।
চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।
গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।
গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি।
রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।
চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫