টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫