স্মার্ট জীবন ডেস্ক
টয়োটার পরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে হুন্দাইয়ের অবস্থান চতুর্থ স্থানে। বাংলাদেশে বিশ্ববিখ্যাত হুন্দাই গাড়ির একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। বাংলাদেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি নিয়ে আসছে ফেয়ার টেকনোলজি।
এসইউভি ক্যাটাগরি সেগমেন্টের এই অল নিউ ক্রেটা ২০২৩-এ রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিনের এ গাড়িটির আউটলুক গ্রাহকদের নজর কেড়েছে। অত্যাধুনিক ডিজাইন, রেডিয়েটর গ্রিল ও ইউনিক ডিআরএলের তৈরি এ গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা। লেদার সিটের এই গাড়িটিতে আরও পাওয়া যাবে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, প্যানারোমিক সান রুফ এবং ১০ দশমিক ২৫ ইঞ্চির অত্যাধুনিক ক্লাস্টার। সঙ্গে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশনসহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।
ফেয়ারের মতে, মেইড ইন বাংলাদেশ হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়িটি আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে। আন্তর্জাতিক মানসম্পন্ন গাড়ির সঙ্গে থাকছে অরিজিনাল পার্টস ও বিক্রয়-পরবর্তী সুবিধা। ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে এক লিটার অকটেনে এই গাড়ির মাইলেজ থাকবে ৮ থেকে ৯ কিলোমিটার, যা লং ড্রাইভে দেবে ১২ থেকে ১৩ কিলোমিটার মাইলেজ। গাড়িটি প্রথমে কালো, নীল ও গ্রে তিনটি রঙে পাওয়া যাবে। গাড়িটির দাম রাখা হয়েছে ৪৩ দশমিক ৫ লাখ টাকা।
টয়োটার পরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে হুন্দাইয়ের অবস্থান চতুর্থ স্থানে। বাংলাদেশে বিশ্ববিখ্যাত হুন্দাই গাড়ির একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। বাংলাদেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি নিয়ে আসছে ফেয়ার টেকনোলজি।
এসইউভি ক্যাটাগরি সেগমেন্টের এই অল নিউ ক্রেটা ২০২৩-এ রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিনের এ গাড়িটির আউটলুক গ্রাহকদের নজর কেড়েছে। অত্যাধুনিক ডিজাইন, রেডিয়েটর গ্রিল ও ইউনিক ডিআরএলের তৈরি এ গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা। লেদার সিটের এই গাড়িটিতে আরও পাওয়া যাবে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, প্যানারোমিক সান রুফ এবং ১০ দশমিক ২৫ ইঞ্চির অত্যাধুনিক ক্লাস্টার। সঙ্গে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশনসহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।
ফেয়ারের মতে, মেইড ইন বাংলাদেশ হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়িটি আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে। আন্তর্জাতিক মানসম্পন্ন গাড়ির সঙ্গে থাকছে অরিজিনাল পার্টস ও বিক্রয়-পরবর্তী সুবিধা। ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে এক লিটার অকটেনে এই গাড়ির মাইলেজ থাকবে ৮ থেকে ৯ কিলোমিটার, যা লং ড্রাইভে দেবে ১২ থেকে ১৩ কিলোমিটার মাইলেজ। গাড়িটি প্রথমে কালো, নীল ও গ্রে তিনটি রঙে পাওয়া যাবে। গাড়িটির দাম রাখা হয়েছে ৪৩ দশমিক ৫ লাখ টাকা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে