প্রযুক্তি ডেস্ক
চারদিক সরগরম কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশৈলীতে। এটি ব্যবহার করে নানান তথ্যের সন্ধান থেকে শুরু করে লিখিয়ে নেওয়া যাচ্ছে গল্প-কবিতার মতো বিষয়ও। শুধু কী তাই, আঁকিয়ে নেওয়া যাচ্ছে ছবিও। এসব আঁকা ছবি নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। গুগল বার্ডকে তাই প্রশ্ন রাখি, মানুষের আঁকা ও এআইয়ের আঁকা ছবি চিনব কী করে? গুগল বার্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানায় যে ‘মনে রাখবে, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিছু ছবি এতই উন্নত যে সেগুলোকে মানুষের তৈরি ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা ছবি চেনার উপায় সম্পর্কে গুগল বার্ড কিছু টিপস দিয়েছে। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।
ছবির আলো ও ছায়া পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবিতে একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস থাকতে পারে অথবা ছায়াগুলো অস্বাভাবিকভাবে তীব্র বা নিস্তেজ হতে পারে। কাল্পনিক দৃশ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে।
ছবির বিবরণ পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে।
ছবির সামগ্রী পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
ছবির উৎস পরীক্ষা করা
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয় ছবিটি কার আঁকা কিংবা সন্দেহ হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা, তখন এর উৎস পরীক্ষা করে দেখা যেতে পারে। গুগল ইমেজেস বা টিন আই ডটকমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে, ছবিটি মানুষের নাকি মেশিনের আঁকা।
তথ্যসূত্র: গুগল বার্ড
চারদিক সরগরম কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশৈলীতে। এটি ব্যবহার করে নানান তথ্যের সন্ধান থেকে শুরু করে লিখিয়ে নেওয়া যাচ্ছে গল্প-কবিতার মতো বিষয়ও। শুধু কী তাই, আঁকিয়ে নেওয়া যাচ্ছে ছবিও। এসব আঁকা ছবি নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। গুগল বার্ডকে তাই প্রশ্ন রাখি, মানুষের আঁকা ও এআইয়ের আঁকা ছবি চিনব কী করে? গুগল বার্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানায় যে ‘মনে রাখবে, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিছু ছবি এতই উন্নত যে সেগুলোকে মানুষের তৈরি ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা ছবি চেনার উপায় সম্পর্কে গুগল বার্ড কিছু টিপস দিয়েছে। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।
ছবির আলো ও ছায়া পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবিতে একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস থাকতে পারে অথবা ছায়াগুলো অস্বাভাবিকভাবে তীব্র বা নিস্তেজ হতে পারে। কাল্পনিক দৃশ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে।
ছবির বিবরণ পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে।
ছবির সামগ্রী পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
ছবির উৎস পরীক্ষা করা
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয় ছবিটি কার আঁকা কিংবা সন্দেহ হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা, তখন এর উৎস পরীক্ষা করে দেখা যেতে পারে। গুগল ইমেজেস বা টিন আই ডটকমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে, ছবিটি মানুষের নাকি মেশিনের আঁকা।
তথ্যসূত্র: গুগল বার্ড
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫