ফিচার ডেস্ক
চীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে এগিয়ে রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দেশটির সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে এআইয়ের ওপর বছরে কমপক্ষে ৮ ঘণ্টা ক্লাস করতে হবে।
প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খেলার ছলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক পাঠ দেওয়া হবে। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চিকিৎসা, কৃষি বা ট্রাফিক ব্যবস্থায় এআই কীভাবে কাজ করে; তা শেখানো হবে। মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস এবং এআই উদ্ভাবনের নীতিশাস্ত্র পড়ানো হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের।
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং বলেছেন, ‘এআই শুধু প্রযুক্তি নয়, এটি শিক্ষার গতানুগতিক ধারাকে বদলে দেবে। আমাদের লক্ষ্য, শিশুরা যেন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়। তাই ভবিষ্যতের জন্য এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
এ বছরের মধ্যে চীন এআই শিক্ষার রোডম্যাপ প্রকাশ করবে। তাতে থাকবে বিস্তারিত নীতি ও বাস্তবায়নের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চীনকে এআই প্রযুক্তিতে আরও প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে দক্ষ কর্মী গড়ে উঠবে। স্কুলে পড়ার সময় থেকে এআই শেখানো হলে শিক্ষার্থীরা সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তা করতে শিখবে।
চীনের এই উদ্যোগ শুধু শিক্ষাব্যবস্থায় নয়, ভবিষ্যৎ অর্থনীতি ও প্রযুক্তি খাতেও বড় প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় চীনকে একধাপ এগিয়ে রাখতে এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স
চীন সরকার ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিতে এগিয়ে রাখতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে দেশটির সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এআই শেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে এআইয়ের ওপর বছরে কমপক্ষে ৮ ঘণ্টা ক্লাস করতে হবে।
প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খেলার ছলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক পাঠ দেওয়া হবে। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চিকিৎসা, কৃষি বা ট্রাফিক ব্যবস্থায় এআই কীভাবে কাজ করে; তা শেখানো হবে। মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস এবং এআই উদ্ভাবনের নীতিশাস্ত্র পড়ানো হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের।
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং বলেছেন, ‘এআই শুধু প্রযুক্তি নয়, এটি শিক্ষার গতানুগতিক ধারাকে বদলে দেবে। আমাদের লক্ষ্য, শিশুরা যেন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়। তাই ভবিষ্যতের জন্য এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
এ বছরের মধ্যে চীন এআই শিক্ষার রোডম্যাপ প্রকাশ করবে। তাতে থাকবে বিস্তারিত নীতি ও বাস্তবায়নের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ চীনকে এআই প্রযুক্তিতে আরও প্রভাব বিস্তার করতে সাহায্য করবে। টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে দক্ষ কর্মী গড়ে উঠবে। স্কুলে পড়ার সময় থেকে এআই শেখানো হলে শিক্ষার্থীরা সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তা করতে শিখবে।
চীনের এই উদ্যোগ শুধু শিক্ষাব্যবস্থায় নয়, ভবিষ্যৎ অর্থনীতি ও প্রযুক্তি খাতেও বড় প্রভাব ফেলবে। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতায় চীনকে একধাপ এগিয়ে রাখতে এই সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৪ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৪ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৪ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৪ দিন আগে