অনলাইন ডেস্ক
গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।
নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।
অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।
পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।
নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।
ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।
গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।
২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
গুগল ফটোজের ১০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের এডিটর। বরাবরের মতো এবারও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রয়েছে মূল ভূমিকায়।
নতুনভাবে সাজানো গুগল ফটোজ অ্যাপে যুক্ত হয়েছে সেসব এডিটিং টুল, যা এত দিন শুধু পিক্সেল ৯ ফোনে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে আছে ম্যাজিক এডিটর, অটো ফ্রেম এবং রিইম্যাজিন।
অটো ফ্রেম ফিচার ছবি ক্রপ করতে সাহায্য করে। প্রয়োজনে ছবির মূল বিষয়বস্তুর বাইরে থাকা অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করে ফেলে। এর ফলে ছবির ফ্রেমিং আরও সুন্দর হয়।
পিক্সেল থেকে আসা আরেকটি ফিচার রিইম্যাজিন, যা দিয়ে ছবিতে অনুপস্থিত উপাদান—যেমন: পাতা বা সবুজ ঘাস ইত্যাদি ছবিতে জুড়ে দেওয়া যায়। এটি একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে কিছুটা অস্বস্তিও জাগায়। কারণ, কোনটি বাস্তব স্মৃতি আর কোনটি কৃত্রিম, সেটি বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে গুগল এখন থেকে এ ধরনের এডিটেড ছবিতে ‘এআই জেনারেটেড’ জলছাপ যুক্ত করে দিচ্ছে।
নতুন এডিটরে আরও যুক্ত হয়েছে এআই এনহান্স নামের একটি ফিচার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, এই ফিচার বেছে নিলে এটি তিনটি সম্ভাব্য এডিট তৈরি করে দেয়। এগুলো তৈরি হয় বিদ্যমান শার্পেনিং, অবজেক্ট রিমুভাল ইত্যাদি টুলের সমন্বয়ে। এরপর ব্যবহারকারী পছন্দমতো একটি চূড়ান্ত সংস্করণ বেছে নিতে পারেন। এআই ইনহ্যান্সড বাটনটি এডিট মেনুর মধ্যে আগের ইনহ্যান্সড ও ডায়নামিক বাটনের পাশে থাকবে।
ছবি শেয়ার করাও সহজ করা হয়েছে। এখন থেকে অ্যালবামের জন্য একটি কিউআর কোড তৈরি করা যাবে। বন্ধুদের ফোনে স্ক্যান করলেই সরাসরি ছবি দেখা যাবে। চাইলে প্রিন্ট করে কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে।
গুগল জানায়, নতুন এডিটরটি আগামী জুনে অ্যান্ড্রয়েড ডিভাইসে চালু হচ্ছে। আইওএস সংস্করণটি আসবে বছরের শেষ দিকে।
২০১৫ সালে চালু হওয়ার পর থেকে গুগল ফটোজ বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি সংরক্ষণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে ১৫০ কোটির বেশি মানুষ গুগল ফটোজ ব্যবহার করেন, আর এতে সংরক্ষিত হয়েছে ৯ ট্রিলিয়নেরও বেশি ছবি ও ভিডিও।
তথ্যসূত্র: ইএনগ্যাজেট
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে