জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
জনপ্রিয় ছবি এডিটিং বা সম্পাদনার অ্যাপ ‘পিক্সেলমেটর’–কে কিনে নেবে অ্যাপল। এর মাধ্যমে পিক্সেলমেটর প্রো, আইওএস এর পিক্সেলমেটর অ্যাপ ও ফটোমেটর প্ল্যাটফর্ম টেক জায়ান্টটির নিয়ন্ত্রণাধীন হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ছবি তৈরি ও এডিটিং ফিচারের ওপর গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএসে ‘ক্লিন আপ’ ফিচার চালু করেছে কোম্পানিটি, যা গুগলের ম্যাজিক ইরেজার ফিচারের মতো কাজ করে। তাই পিক্সেলমেটর প্রযুক্তি ফটোজ অ্যাপে ব্যবহারের জন্য অ্যাপল কোম্পানিটিকে কিনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
গত শুক্রবার এক ব্লগ পোস্টে পিক্সেলমেটর বলে, এই চুক্তির মাধ্যমে অ্যাপটি আরও বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাবে এবং সারা বিশ্বের সৃজনশীল মানুষের জীবনযাত্রায় আরও বেশি প্রভাব ফেলা যাবে।
তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চুক্তিটি এখনো প্রক্রিয়াধীন। কোম্পানিটি কেনার জন্য নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে অ্যাপল। তবে এই অধিগ্রহণের প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে মাইক্রোসফট অ্যাকটিভেশন ব্লিজার্ডকে সফলভাবে অধিগ্রহণ করলেও নিয়ন্ত্রক চাপের কারণে এনভিডিয়া ও আর্ম, আমাজন ও আইরোবট, এবং সাম্প্রতিক সময়ে অ্যাডোবি ও ফিগমার চুক্তি বাতিল হয়েছে।
২০২০ সালে জনপ্রিয় আবহাওয়া অ্যাপ ডার্ক স্কাই অধিগ্রহণ করে অ্যাপল। তবে ২০২২ সালে অ্যাপটি বন্ধ করে দেয় এবং এর প্রযুক্তি নিজস্ব আবহাওয়া অ্যাপের সঙ্গে সংযুক্ত করে। তবে, অ্যাপল কর্তৃক অধিগ্রহণ করা অন্যান্য সফটওয়্যার প্যাকেজ, যেমন ফাইনাল কাট এবং লজিক প্রো এখনো চালু রয়েছে।
পিক্সেলমেটর প্রো অ্যাডোবি ফটোশপের একটি কার্যকর এবং সাশ্রয়ী বিকল্প হয়ে উঠেছে। কারণ অ্যাপটি কিনতে মাত্র একবারের জন্য ৪৯ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়। এতে ছবি এডিটিং, রিটাচিং, ডিজাইন তৈরি, ছবি আঁকার মতো কাজ করা যায়। এসব কাজের জন্য এতে অনেক অত্যাধুনিক টুল রয়েছে। অ্যাপটির সর্বশেষ আপডেটে মাস্কিং ফিচারটি আরও উন্নত করা হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার ক্ষমতা যোগ করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫