স্বাস্থ্য বিষয়ক ফিচারসহ নতুন এয়ারপডস ও স্মার্ট হোম ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল। ২০২৬ সালের মধ্যেই এই দুটি পণ্য বাজারে আসতে পারে বলে জানিয়েছেন অ্যাপলের সরবরাহ শৃঙ্খল বিশ্লেষক মিং–চি কুও।
কুও বলেছেন, অ্যাপলের স্মার্ট হোম ক্যামেরার উৎপাদন ২০২৬ সালে শুরু হবে এবং দীর্ঘ মেয়াদে এর লক্ষ্যমাত্রা হিসেবে কয়েক কোটি ইউনিট বিক্রির পরিকল্পনা করছে কোম্পানিটি। তিনি বলেছেন, ক্যামেরাটি ওয়্যারলেস কানেকটিভিটিসহ থাকবে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরির সমর্থন থাকবে। তবে তিনি অন্যান্য কোনো নির্দিষ্ট ফিচারের কথা উল্লেখ করেননি।
এর আগে বিভিন্ন তথ্য সূত্র বলেছিল, অ্যাপল একটি স্মার্ট হোম ডিভাইস উন্মোচন করবে যা ২০২৫ সালের শুরুর দিকে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তাই কুও যে ডিভাইসটির কথা উল্লেখ করেছেন সেটি একই নাকি তা এখনো নিশ্চিত নয়।
আর এয়ারপডস সম্পর্কে কুও বলেন, নতুন এয়ারপডসগুলোয় অ্যাপল ওয়াচের মতো আরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ফিচার থাকবে।
বিশ্লেষকের মতে, চীনা নির্মাতা গোয়েরটেক ২০২৬ সালের এয়ারপডস মডেলের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে। নতুন স্মার্ট হোম ক্যামেরার অংশগুলোর গোয়েরটেক একত্রিত করবে।
অ্যাপলের আসন্ন পাওয়ারবিটস প্রো ২ মডেলটি ওয়ার্কআউটের সময় হার্ট রেট মনিটরিং সুবিধা প্রদান করবে এবং এই ফিচারটি ভবিষ্যতে এয়ারপডসেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অ্যাপলের স্বাস্থ্য কেন্দ্রিক সেন্সরগুলোর সম্পর্কে গুঞ্জন রয়েছে যে, এটি শরীরের তাপমাত্রা পরিমাপ করার মতো ফিচারের সুবিধা দিতে পারে এবং এসব সেন্সর পূর্বে এয়ারপডসে ব্যবহারের কথাও শোনা গেছে।
চলতি বছরে এয়ারপডস প্রো ২ উন্মোচন করা হয়েছে। যেটি আইওএস ১৮ ভিত্তিক ‘হিয়ারিং এইড ফিচার’ নামক সফটওয়্যারের কল্যাণে এখন হিয়ারিং এইড ডিভাইস বা শ্রবণ সহায়ক যন্ত্র হিসেবে কাজ করে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
স্বাস্থ্য বিষয়ক ফিচারসহ নতুন এয়ারপডস ও স্মার্ট হোম ক্যামেরা নিয়ে কাজ করছে অ্যাপল। ২০২৬ সালের মধ্যেই এই দুটি পণ্য বাজারে আসতে পারে বলে জানিয়েছেন অ্যাপলের সরবরাহ শৃঙ্খল বিশ্লেষক মিং–চি কুও।
কুও বলেছেন, অ্যাপলের স্মার্ট হোম ক্যামেরার উৎপাদন ২০২৬ সালে শুরু হবে এবং দীর্ঘ মেয়াদে এর লক্ষ্যমাত্রা হিসেবে কয়েক কোটি ইউনিট বিক্রির পরিকল্পনা করছে কোম্পানিটি। তিনি বলেছেন, ক্যামেরাটি ওয়্যারলেস কানেকটিভিটিসহ থাকবে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরির সমর্থন থাকবে। তবে তিনি অন্যান্য কোনো নির্দিষ্ট ফিচারের কথা উল্লেখ করেননি।
এর আগে বিভিন্ন তথ্য সূত্র বলেছিল, অ্যাপল একটি স্মার্ট হোম ডিভাইস উন্মোচন করবে যা ২০২৫ সালের শুরুর দিকে উন্মোচনের সম্ভাবনা রয়েছে। তাই কুও যে ডিভাইসটির কথা উল্লেখ করেছেন সেটি একই নাকি তা এখনো নিশ্চিত নয়।
আর এয়ারপডস সম্পর্কে কুও বলেন, নতুন এয়ারপডসগুলোয় অ্যাপল ওয়াচের মতো আরও বেশি স্বাস্থ্য সম্পর্কিত ফিচার থাকবে।
বিশ্লেষকের মতে, চীনা নির্মাতা গোয়েরটেক ২০২৬ সালের এয়ারপডস মডেলের প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করবে। নতুন স্মার্ট হোম ক্যামেরার অংশগুলোর গোয়েরটেক একত্রিত করবে।
অ্যাপলের আসন্ন পাওয়ারবিটস প্রো ২ মডেলটি ওয়ার্কআউটের সময় হার্ট রেট মনিটরিং সুবিধা প্রদান করবে এবং এই ফিচারটি ভবিষ্যতে এয়ারপডসেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অ্যাপলের স্বাস্থ্য কেন্দ্রিক সেন্সরগুলোর সম্পর্কে গুঞ্জন রয়েছে যে, এটি শরীরের তাপমাত্রা পরিমাপ করার মতো ফিচারের সুবিধা দিতে পারে এবং এসব সেন্সর পূর্বে এয়ারপডসে ব্যবহারের কথাও শোনা গেছে।
চলতি বছরে এয়ারপডস প্রো ২ উন্মোচন করা হয়েছে। যেটি আইওএস ১৮ ভিত্তিক ‘হিয়ারিং এইড ফিচার’ নামক সফটওয়্যারের কল্যাণে এখন হিয়ারিং এইড ডিভাইস বা শ্রবণ সহায়ক যন্ত্র হিসেবে কাজ করে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে