Ajker Patrika

২০৩০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেটভিত্তিক ব্যবসা ১ ট্রিলিয়নে পৌঁছাবে

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২: ৫৮
২০৩০ সালের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেটভিত্তিক ব্যবসা ১ ট্রিলিয়নে পৌঁছাবে

দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও ১ কোটি মানুষের বেশি অনলাইনে শপিং ও খাবার কিনছেন। এর ফলে এই অঞ্চলের ইন্টারনেটভিত্তিক ব্যবসা ২০৩০ সালের ভেতর ১ ট্রিলিয়নে পৌঁছাবে। গত বৃহস্পতিবার একটি শিল্প প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গুগলের আলফাবেট, সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগকারী টেমাসেক হোল্ডিংস, বৈশ্বিক ব্যবসায়িক পরামর্শদাতা প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছে। তারা বলছে, করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত এই অঞ্চলে ৬ কোটি মানুষ নতুন করে ইন্টারনেট ব্যবহার করছে। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ কোটিতে। 

এই অঞ্চলের যুবকদের ভেতর স্মার্টফোনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়া, নগরায়ণ ও মধ্যবিত্ত শ্রেণি বেড়েছে। এর ফলে এই অঞ্চলের ১১টি দেশ বিশ্বের দ্রুত বৃদ্ধি পাওয়া অন্যতম একটি ইন্টারনেট বাজারে পরিণত হয়েছে। 

ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে ২০২১ সালের শেষ নাগাদ ১৭৪ বিলিয়নের ইন্টারনেটভিত্তিক বাণিজ্য ২০২৫ সালের মধ্যে ৩৬০ বিলিয়নে পৌঁছাবে। এ ছাড়া ভোক্তারা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নিজেদের চাহিদা মেটানোর কারণে ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলারে। 

এই প্রতিবেদনটি তৈরিতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ফিলিপাইনের বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এতে দেখা গেছে এসব দেশের ইন্টারনেটভিত্তিক বাণিজ্য ২০২১ সাল নাগাদ প্রত্যাশার চেয়ে দ্বিগুণে পৌঁছাবে। এ ছাড়া ২০২৫ সালে এই বাণিজ্যের পরিমাণ ১২০ বিলিয়ন ডলার থেকে ২৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে। 

এই অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ ইন্দোনেশিয়া ইন্টারনেটভিত্তিক মোট বাণিজ্যের ৪০ শতাংশ অবদান রাখছে। এই দেশের বাণিজ্যের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার। এ ছাড়া ফিলিপাইনের ইন্টারনেটভিত্তিক বাণিজ্য ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

বেইন কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিজিটাল প্র্যাকটিস বিভাগের প্রধান ফ্লোরিয়ান হোপ্পে বলেন, প্রতিবছর এই অঞ্চলের ইন্টারনেটভিত্তিক বাণিজ্য ৪৯ শতাংশ বাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত