আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২৩ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২৩ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২৩ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২৩ দিন আগে