বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা কোম্পানি না দিলেও এক দশক ধরে এই প্রকল্প নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন চলছিল।
ব্লুমবার্গকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাহী টিম কুকের বিশেষ প্রকল্প ‘টাইটানের’ অধীনে অ্যাপলের প্রায় ২ হাজার কর্মী ইভি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। এই কর্মীদের আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশেষ বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে।
গবেষণা ও উন্নয়নে কোটি কোটি ডলার ব্যয় করছিল কোম্পানিটি। এর মধ্যেই অ্যাপল স্টিয়ারিং হুইল ও প্যাডেল ছাড়া স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ইভি তৈরির এই প্রকল্প যে খুব প্রাথমিক পর্যায়ে ছিল, তা ধরে নেওয়া যায়।
আইফোন ও ম্যাক কম্পিউটার ছাড়াও এখন ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ভিশন প্রোর মতো বৈচিত্র্যময় পণ্যের দিকে নজর দিচ্ছে অ্যাপল।
সাম্প্রতিক মাসগুলোতে সুদের হারসহ ঋণের খরচ বেড়ে যাওয়ায় মানুষ বৈদ্যুতিক গাড়ি কেনা কমিয়ে দিয়েছে। আর চাহিদা কমে যাওয়ায় বাজার বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বড় কোম্পানিগুলো গ্রাহকদের মন জয় করতে উঠেপড়ে লেগেছে।
এ বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৩ সালের চেয়ে কম হবে বলে গত মাসেই সতর্ক করেছে টেসলা। ইউরোপ, চীনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারে বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে দিয়েছিলেন এই কোম্পানির প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক। কারণ এসব অঞ্চলে চীনের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডির সঙ্গে টেসলাকে প্রতিযোগিতা করতে হচ্ছিল।
স্যালুট ও সিগারেটের ইমোজি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে অ্যাপলের এই প্রকল্প থেকে সরে আসার খবর শেয়ার করেছেন ইলন মাস্কও।
বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা কোম্পানি না দিলেও এক দশক ধরে এই প্রকল্প নিয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন চলছিল।
ব্লুমবার্গকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাহী টিম কুকের বিশেষ প্রকল্প ‘টাইটানের’ অধীনে অ্যাপলের প্রায় ২ হাজার কর্মী ইভি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। এই কর্মীদের আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিশেষ বিভাগে সরিয়ে নেওয়া হয়েছে।
গবেষণা ও উন্নয়নে কোটি কোটি ডলার ব্যয় করছিল কোম্পানিটি। এর মধ্যেই অ্যাপল স্টিয়ারিং হুইল ও প্যাডেল ছাড়া স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ইভি তৈরির এই প্রকল্প যে খুব প্রাথমিক পর্যায়ে ছিল, তা ধরে নেওয়া যায়।
আইফোন ও ম্যাক কম্পিউটার ছাড়াও এখন ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ভিশন প্রোর মতো বৈচিত্র্যময় পণ্যের দিকে নজর দিচ্ছে অ্যাপল।
সাম্প্রতিক মাসগুলোতে সুদের হারসহ ঋণের খরচ বেড়ে যাওয়ায় মানুষ বৈদ্যুতিক গাড়ি কেনা কমিয়ে দিয়েছে। আর চাহিদা কমে যাওয়ায় বাজার বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বড় কোম্পানিগুলো গ্রাহকদের মন জয় করতে উঠেপড়ে লেগেছে।
এ বছর বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০২৩ সালের চেয়ে কম হবে বলে গত মাসেই সতর্ক করেছে টেসলা। ইউরোপ, চীনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারে বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে দিয়েছিলেন এই কোম্পানির প্রধান বিলিয়নিয়ার ইলন মাস্ক। কারণ এসব অঞ্চলে চীনের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক বিওয়াইডির সঙ্গে টেসলাকে প্রতিযোগিতা করতে হচ্ছিল।
স্যালুট ও সিগারেটের ইমোজি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে অ্যাপলের এই প্রকল্প থেকে সরে আসার খবর শেয়ার করেছেন ইলন মাস্কও।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে