এবার ক্রিপ্টো কারেন্সি চালু করল বার্তা আদান-প্রদানকারী ডিজিটাল চ্যানেল টেলিগ্রাম। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বজুড়ে ৮০ কোটি ব্যবহারকারী এ সুবিধা পাবে। তবে এই ওয়ালেট হবে ‘সেল্ফ কাস্টোডিয়াল’ অর্থাৎ এর লেনদেনের সুরক্ষার দায়িত্ব নিজের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে চ্যাট প্ল্যাটফর্মটির ক্রিপ্টো জগতে উপস্থিতি বাড়াবে এবং সাধারণ ব্যবহারকারীকে ক্রিপ্টোর সঙ্গে পরিচয় ঘটাতে সাহায্য করবে।
গত বুধবার সিঙ্গাপুরে ‘টোকেন ২০৪৯’ নামে ক্রিপ্টো কনফারেন্সে টেলিগ্রাম ও টন ফাউন্ডেশন যৌথভাবে ‘টন স্পেস’ নামে এই ওয়ালেট ঘোষণা দেয়। এই কনফারেন্সে দশ হাজার মানুষ উপস্থিত ছিল।
ডিজিটাল সম্পদের ওপর ব্যবহারকারীদের কোন নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি এফটিএক্স দুর্ঘটনার পর ধরা পড়ে। তাই সেন্ট্রালাইজড ওয়ালেটগুলির চেয়ে সেল্ফ-কাস্টোডিয়াল ওয়ালেটের প্রয়োজনীয়তা তৈরি হয়।
এর আগে ওপেন নেটওয়ার্কের (টিওএন) সঙ্গে মিলে ব্লকচেইন প্রকল্প নিয়েছিল টেলিগ্রাম। ব্লকচেইনকে প্রধান মুদ্রা হিসেবে প্রস্তাব করায় টিওনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মামলা করে। তার পর প্রকল্পটি বন্ধ হয়।
ওপেন সোর্স ডেভেলপার ও ব্লকচেইন নিয়ে উৎসাহীদের একটি গ্রুপ পরে দ্য ওপেন নেটওয়ার্ক ফাউন্ডেশন (টিওএন ফাউন্ডেশন) প্রতিষ্ঠা করে, যা এখন টিওএনের উন্নয়নে সহায়তা করছে। টেলিগ্রাম ব্লকচেইনের উপর ভিত্তি করেই সেল্ফ কাস্টোডিয়াল ওয়ালেট তৈরি করছে।
এ বছরের নভেম্বর থেকে টন স্পেসে টেলিগ্রামের গ্রাহকরা কোনো ওয়ালেট নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবে। ফিচারটি টেলিগ্রামের বিদ্যমান কাস্টডিয়াল ওয়ালেট সার্ভিসের একটি এক্সটেনশন। ইতিমধ্যে এতে ৩০ লাখ ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছে। তবে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হবে না। কারণ দেশটি বিভিন্ন ক্রিপ্টো শিল্প ও অ্যাপের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে।
বল্ক চেইনের মাধ্যমে মিনি অ্যাপ ইকোসিস্টেম অন্যান্য থার্ড পার্টি মিনি অ্যাপের মত টন স্পেসও টেলিগ্রামের ভেতরে চলে ৷ মেসেঞ্জার এক ধরনের ‘সুপার অ্যাপ’ হিসেবে তৈরি হচ্ছে। । যার ধারণা প্রথমে উইচ্যাট জনপ্রিয় করে তোলে। তবে মেসেঞ্জারের অ্যাপটি উইচ্যাটের মত হবে না। এখানে অর্থ নিয়ন্ত্রণ করার নিজস্ব পদ্ধতি থাকবে।
এদিকে টেলিগ্রাম পেমেন্টকে বিকেন্দ্রীকরণ করবে। মেসেঞ্জারের কেন্দ্রীভূত সমাধানের পরিবর্তে ডেভেলপাররা টন স্পেস ওয়ালেটকে যুক্ত করে ক্রিপ্টো সহযোগী মিনি অ্যাপ তৈরি করতে পারবে।
টেলিগ্রামে ক্রিপ্টো ওয়ালেট যোগ করার ফলে অ্যাপে উল্লেখযোগ্যভাবে ব্যবহারকারী বৃদ্ধি পাবে। এর মধ্যে অনেকে গ্রাহকই উন্নয়নশীল দেশের। এসব দেশের মানুষদের ডিজিটাল অর্থের সঙ্গে পরিচয় করাতে এটি সাহায্য করবে।
এবার ক্রিপ্টো কারেন্সি চালু করল বার্তা আদান-প্রদানকারী ডিজিটাল চ্যানেল টেলিগ্রাম। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বজুড়ে ৮০ কোটি ব্যবহারকারী এ সুবিধা পাবে। তবে এই ওয়ালেট হবে ‘সেল্ফ কাস্টোডিয়াল’ অর্থাৎ এর লেনদেনের সুরক্ষার দায়িত্ব নিজের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের ফলে চ্যাট প্ল্যাটফর্মটির ক্রিপ্টো জগতে উপস্থিতি বাড়াবে এবং সাধারণ ব্যবহারকারীকে ক্রিপ্টোর সঙ্গে পরিচয় ঘটাতে সাহায্য করবে।
গত বুধবার সিঙ্গাপুরে ‘টোকেন ২০৪৯’ নামে ক্রিপ্টো কনফারেন্সে টেলিগ্রাম ও টন ফাউন্ডেশন যৌথভাবে ‘টন স্পেস’ নামে এই ওয়ালেট ঘোষণা দেয়। এই কনফারেন্সে দশ হাজার মানুষ উপস্থিত ছিল।
ডিজিটাল সম্পদের ওপর ব্যবহারকারীদের কোন নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি এফটিএক্স দুর্ঘটনার পর ধরা পড়ে। তাই সেন্ট্রালাইজড ওয়ালেটগুলির চেয়ে সেল্ফ-কাস্টোডিয়াল ওয়ালেটের প্রয়োজনীয়তা তৈরি হয়।
এর আগে ওপেন নেটওয়ার্কের (টিওএন) সঙ্গে মিলে ব্লকচেইন প্রকল্প নিয়েছিল টেলিগ্রাম। ব্লকচেইনকে প্রধান মুদ্রা হিসেবে প্রস্তাব করায় টিওনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মামলা করে। তার পর প্রকল্পটি বন্ধ হয়।
ওপেন সোর্স ডেভেলপার ও ব্লকচেইন নিয়ে উৎসাহীদের একটি গ্রুপ পরে দ্য ওপেন নেটওয়ার্ক ফাউন্ডেশন (টিওএন ফাউন্ডেশন) প্রতিষ্ঠা করে, যা এখন টিওএনের উন্নয়নে সহায়তা করছে। টেলিগ্রাম ব্লকচেইনের উপর ভিত্তি করেই সেল্ফ কাস্টোডিয়াল ওয়ালেট তৈরি করছে।
এ বছরের নভেম্বর থেকে টন স্পেসে টেলিগ্রামের গ্রাহকরা কোনো ওয়ালেট নিবন্ধন ছাড়াই ব্যবহার করতে পারবে। ফিচারটি টেলিগ্রামের বিদ্যমান কাস্টডিয়াল ওয়ালেট সার্ভিসের একটি এক্সটেনশন। ইতিমধ্যে এতে ৩০ লাখ ব্যবহারকারী রেজিস্ট্রেশন করেছে। তবে যুক্তরাষ্ট্রে এই সুবিধা চালু করা হবে না। কারণ দেশটি বিভিন্ন ক্রিপ্টো শিল্প ও অ্যাপের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছে।
বল্ক চেইনের মাধ্যমে মিনি অ্যাপ ইকোসিস্টেম অন্যান্য থার্ড পার্টি মিনি অ্যাপের মত টন স্পেসও টেলিগ্রামের ভেতরে চলে ৷ মেসেঞ্জার এক ধরনের ‘সুপার অ্যাপ’ হিসেবে তৈরি হচ্ছে। । যার ধারণা প্রথমে উইচ্যাট জনপ্রিয় করে তোলে। তবে মেসেঞ্জারের অ্যাপটি উইচ্যাটের মত হবে না। এখানে অর্থ নিয়ন্ত্রণ করার নিজস্ব পদ্ধতি থাকবে।
এদিকে টেলিগ্রাম পেমেন্টকে বিকেন্দ্রীকরণ করবে। মেসেঞ্জারের কেন্দ্রীভূত সমাধানের পরিবর্তে ডেভেলপাররা টন স্পেস ওয়ালেটকে যুক্ত করে ক্রিপ্টো সহযোগী মিনি অ্যাপ তৈরি করতে পারবে।
টেলিগ্রামে ক্রিপ্টো ওয়ালেট যোগ করার ফলে অ্যাপে উল্লেখযোগ্যভাবে ব্যবহারকারী বৃদ্ধি পাবে। এর মধ্যে অনেকে গ্রাহকই উন্নয়নশীল দেশের। এসব দেশের মানুষদের ডিজিটাল অর্থের সঙ্গে পরিচয় করাতে এটি সাহায্য করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে