প্রযুক্তি ডেস্ক
২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দিয়ে ব্যবহারকারীদের জন্য ‘এজ’ নামে নতুন ধরনের ব্রাউজার বাজারে আনে মাইক্রোসফট। শুরুতে ইন্টারফেসে ভিন্নতা থাকলেও ২০২০ সালে ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে রূপ নেয় এটি। ফলে গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে অনেক ফিচারের সাদৃশ্য তৈরি হয়।
পরে ইন্টারফেস এবং ব্যবহারের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে ক্রোমে নেই এমন বেশ কিছু নতুন ফিচার যোগ করে মাইক্রোসফট। কিন্তু অতিরিক্ত ফিচারের চাপে এজ ক্রোমের চেয়ে ধীরগতির হয়ে যায়।
এ জন্য মাইক্রোসফট সামনের দিনগুলোতে কিছু ফিচার বাদ দিতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের মতে, এজের নতুন সংস্করণে পাঁচটির মতো ফিচার বাদ দেওয়া হবে। এগুলো হলো ম্যাচ সলভার, পিকচার ডিকশনারি, সাইটেশনস, গ্রামার টুলস ও কিডস মুড। এ মাসের মাঝামাঝি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে ‘এজ ১১৭’।
ফিচার বাদ দেওয়ার বিষয়ে মাইক্রোসফট গত ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে। আরও ব্যবহারবান্ধব ও টুল মেনু সহজ করতেই মূলত এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
এই প্রতিষ্ঠান সম্প্রতি ব্রাউজারের সঙ্গে বিং এআইসহ ড্রপ, নতুন অ্যাপ ও ফিচারের জন্য আলাদা সাইডবার যুক্ত করেছে। এর বাইরে ব্রাউজারের ‘মোর মেনু’তে আরও কিছু টুল আছে। সবকিছু একই ব্রাউজারে যুক্ত করার ফলে বিভ্রান্তিতে পড়ছে ব্যবহারকারীরা।
অতিরিক্ত ফিচার এবং টুলের চাপে যেকোনো সাইট ব্রাউজ করতে অন্যান্য ব্রাউজার থেকে মাইক্রোসফট এজে বেশি সময় লাগবে।
২০১৫ সালে ইন্টারনেট এক্সপ্লোরার বাদ দিয়ে ব্যবহারকারীদের জন্য ‘এজ’ নামে নতুন ধরনের ব্রাউজার বাজারে আনে মাইক্রোসফট। শুরুতে ইন্টারফেসে ভিন্নতা থাকলেও ২০২০ সালে ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে রূপ নেয় এটি। ফলে গুগল ক্রোম ব্রাউজারের সঙ্গে অনেক ফিচারের সাদৃশ্য তৈরি হয়।
পরে ইন্টারফেস এবং ব্যবহারের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে ক্রোমে নেই এমন বেশ কিছু নতুন ফিচার যোগ করে মাইক্রোসফট। কিন্তু অতিরিক্ত ফিচারের চাপে এজ ক্রোমের চেয়ে ধীরগতির হয়ে যায়।
এ জন্য মাইক্রোসফট সামনের দিনগুলোতে কিছু ফিচার বাদ দিতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের মতে, এজের নতুন সংস্করণে পাঁচটির মতো ফিচার বাদ দেওয়া হবে। এগুলো হলো ম্যাচ সলভার, পিকচার ডিকশনারি, সাইটেশনস, গ্রামার টুলস ও কিডস মুড। এ মাসের মাঝামাঝি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে ‘এজ ১১৭’।
ফিচার বাদ দেওয়ার বিষয়ে মাইক্রোসফট গত ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে। আরও ব্যবহারবান্ধব ও টুল মেনু সহজ করতেই মূলত এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
এই প্রতিষ্ঠান সম্প্রতি ব্রাউজারের সঙ্গে বিং এআইসহ ড্রপ, নতুন অ্যাপ ও ফিচারের জন্য আলাদা সাইডবার যুক্ত করেছে। এর বাইরে ব্রাউজারের ‘মোর মেনু’তে আরও কিছু টুল আছে। সবকিছু একই ব্রাউজারে যুক্ত করার ফলে বিভ্রান্তিতে পড়ছে ব্যবহারকারীরা।
অতিরিক্ত ফিচার এবং টুলের চাপে যেকোনো সাইট ব্রাউজ করতে অন্যান্য ব্রাউজার থেকে মাইক্রোসফট এজে বেশি সময় লাগবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫