কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে