প্রযুক্তি ডেস্ক, ঢাকা
মার্কিন ক্যাপিটল হিলে হামলার জেরে টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করেছিল সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। সেই অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে টুইটারকে চাপ প্রয়োগের জন্য ফেডারেল বিচারককে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডার এক ফেডারেল বিচারককে এই অনুরোধ জানান তিনি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এর কারণ হিসেবে সহিংসতায় উসকানির কথা উল্লেখ করা হয়। এদিকে ট্রাম্প বলছেন, মার্কিন কংগ্রেস সদস্যদের প্ররোচনায় টুইটার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এই হামলায় টুইটারে বিভিন্ন পোস্টের মাধ্যমে সমর্থকদের উসকে দেন ট্রাম্প। শুধু তাই নয়, এই হামলার পরও তিনি নিজেকে ‘বিজয়ী’ বলে ভুয়া দাবি করে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে টুইটারসহ বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম তাদের প্ল্যাটফর্মে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে। টুইটারের এই অবস্থানের বিরুদ্ধে শুরু থেকেই বক্তব্য রাখেন ট্রাম্প। কিন্তু টুইটার তার অবস্থান থেকে সরেনি। এখন বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক বিষয়ে টুইটারের শক্তি প্রদর্শন ও নিয়ন্ত্রণমুক্ত গণতান্ত্রিক আলোচনার জন্য টুইটারের এই অবস্থানকে হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করলে টুইটার ট্রাম্পের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নিষিদ্ধ হওয়ার আগে টুইটারে ট্রাম্পের ৮ কোটি ৮০ লাখ অনুসারী ছিল। ‘টুইটার প্রেসিডেন্ট’ আখ্যা পাওয়া ট্রাম্প তাঁর মেয়াদকালে নানা টুইটের কারণে বারবার আলোচনায় আসেন। এ নিয়ে বিভিন্ন সময় বিস্তর সমালোচনা হলেও ৬ জানুয়ারির ঘটনার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি টুইটার কর্তৃপক্ষ। ওই দিনের ঘটনার পর সহিংসতায় ট্রাম্পের সরাসরি উসকানির প্রসঙ্গের কথা উল্লেখ করে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে টুইটার।
এই নিষেধাজ্ঞা কোনোভাবেই মানতে পারছেন না ট্রাম্প। আদালতে দেওয়া অভিযোগে ট্রাম্প যুক্তি দেন—টুইটার তালেবানকে আফগানিস্তানে তাদের সামরিক বিজয়ের বিষয়ে টুইট করার সুযোগ দিলেও তাঁর প্রেসিডেন্সির সময়ে তাঁকে নানাভাবে সেন্সর করেছে।
উল্লেখ্য, জুলাই মাসে ট্রাম্প টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় এসব প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে অভিযোগ আনেন ট্রাম্প। গত শুক্রবারের অভিযোগ ও টুইটারকে চাপ প্রয়োগের অনুরোধ এই মামলাগুলোরই ধারাবাহিকতা।
মার্কিন ক্যাপিটল হিলে হামলার জেরে টুইটারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করেছিল সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। সেই অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে টুইটারকে চাপ প্রয়োগের জন্য ফেডারেল বিচারককে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডার এক ফেডারেল বিচারককে এই অনুরোধ জানান তিনি।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এর কারণ হিসেবে সহিংসতায় উসকানির কথা উল্লেখ করা হয়। এদিকে ট্রাম্প বলছেন, মার্কিন কংগ্রেস সদস্যদের প্ররোচনায় টুইটার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এই হামলায় টুইটারে বিভিন্ন পোস্টের মাধ্যমে সমর্থকদের উসকে দেন ট্রাম্প। শুধু তাই নয়, এই হামলার পরও তিনি নিজেকে ‘বিজয়ী’ বলে ভুয়া দাবি করে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে টুইটারসহ বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম তাদের প্ল্যাটফর্মে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করে। টুইটারের এই অবস্থানের বিরুদ্ধে শুরু থেকেই বক্তব্য রাখেন ট্রাম্প। কিন্তু টুইটার তার অবস্থান থেকে সরেনি। এখন বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক বিষয়ে টুইটারের শক্তি প্রদর্শন ও নিয়ন্ত্রণমুক্ত গণতান্ত্রিক আলোচনার জন্য টুইটারের এই অবস্থানকে হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করলে টুইটার ট্রাম্পের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নিষিদ্ধ হওয়ার আগে টুইটারে ট্রাম্পের ৮ কোটি ৮০ লাখ অনুসারী ছিল। ‘টুইটার প্রেসিডেন্ট’ আখ্যা পাওয়া ট্রাম্প তাঁর মেয়াদকালে নানা টুইটের কারণে বারবার আলোচনায় আসেন। এ নিয়ে বিভিন্ন সময় বিস্তর সমালোচনা হলেও ৬ জানুয়ারির ঘটনার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি টুইটার কর্তৃপক্ষ। ওই দিনের ঘটনার পর সহিংসতায় ট্রাম্পের সরাসরি উসকানির প্রসঙ্গের কথা উল্লেখ করে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে টুইটার।
এই নিষেধাজ্ঞা কোনোভাবেই মানতে পারছেন না ট্রাম্প। আদালতে দেওয়া অভিযোগে ট্রাম্প যুক্তি দেন—টুইটার তালেবানকে আফগানিস্তানে তাদের সামরিক বিজয়ের বিষয়ে টুইট করার সুযোগ দিলেও তাঁর প্রেসিডেন্সির সময়ে তাঁকে নানাভাবে সেন্সর করেছে।
উল্লেখ্য, জুলাই মাসে ট্রাম্প টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় এসব প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে অভিযোগ আনেন ট্রাম্প। গত শুক্রবারের অভিযোগ ও টুইটারকে চাপ প্রয়োগের অনুরোধ এই মামলাগুলোরই ধারাবাহিকতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫