কর্মদক্ষতার ভিত্তিতে ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিশ্বজুড়ে মেটার ৭২ হাজার কর্মী থেকে মোট ৫ শতাংশ ছাঁটাই করা হবে। তাঁদের বিপরীতে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘পারফরম্যান্স বা কর্মদক্ষতা উন্নত করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাই কম দক্ষ কর্মী দ্রুত ছাঁটাই করা হবে।’
জাকারবার্গ আরও বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা নিশ্চিত করতে চায় তাঁদের ‘‘সবচেয়ে দক্ষ কর্মী’’ রয়েছে এবং তাঁরা কম দক্ষ কর্মী ছাঁটাই করে ‘‘নতুন লোক নিয়োগ দেবে’’।’
ব্লুমবার্গ এবং দা ভার্জ জানিয়েছে, মেটার বর্তমান কর্মীদের মধ্যে যারা কম দক্ষ, তাদের দ্রুত কোম্পানি থেকে বিদায় করা হবে এবং নতুন কর্মী নিয়োগের মাধ্যমে এই শূন্যতা পূরণ করা হবে।
সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রে তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের কনটেন্ট মডারেশনের নিয়মও কিছুটা শিথিল করেছে।
মার্ক জাকারবার্গ ২০২১ সালে তাঁর প্রতিষ্ঠান ফেসবুকের নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখেন। তিনি একটি মেটাভার্স বা ভার্চুয়াল রিয়্যালিটি অভিজ্ঞতা তৈরির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এ পরিকল্পনা ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এর আগে ২০২৩ সালে ব্যয় সংকোচনের জন্য ২০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সেই বছরটিকে ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা করেছিল তারা।
জাকারবার্গ বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁকে দেশটির রাজনৈতিক অঙ্গনেও বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কর্মদক্ষতার ভিত্তিতে ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিশ্বজুড়ে মেটার ৭২ হাজার কর্মী থেকে মোট ৫ শতাংশ ছাঁটাই করা হবে। তাঁদের বিপরীতে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘পারফরম্যান্স বা কর্মদক্ষতা উন্নত করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাই কম দক্ষ কর্মী দ্রুত ছাঁটাই করা হবে।’
জাকারবার্গ আরও বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা নিশ্চিত করতে চায় তাঁদের ‘‘সবচেয়ে দক্ষ কর্মী’’ রয়েছে এবং তাঁরা কম দক্ষ কর্মী ছাঁটাই করে ‘‘নতুন লোক নিয়োগ দেবে’’।’
ব্লুমবার্গ এবং দা ভার্জ জানিয়েছে, মেটার বর্তমান কর্মীদের মধ্যে যারা কম দক্ষ, তাদের দ্রুত কোম্পানি থেকে বিদায় করা হবে এবং নতুন কর্মী নিয়োগের মাধ্যমে এই শূন্যতা পূরণ করা হবে।
সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রে তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের কনটেন্ট মডারেশনের নিয়মও কিছুটা শিথিল করেছে।
মার্ক জাকারবার্গ ২০২১ সালে তাঁর প্রতিষ্ঠান ফেসবুকের নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখেন। তিনি একটি মেটাভার্স বা ভার্চুয়াল রিয়্যালিটি অভিজ্ঞতা তৈরির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এ পরিকল্পনা ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এর আগে ২০২৩ সালে ব্যয় সংকোচনের জন্য ২০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সেই বছরটিকে ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা করেছিল তারা।
জাকারবার্গ বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁকে দেশটির রাজনৈতিক অঙ্গনেও বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৯ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৯ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৯ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৯ দিন আগে