অনলাইন ডেস্ক
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫