কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২১ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২১ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২১ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২১ দিন আগে