নাহিয়ান ইসলাম
প্রয়োজন কিংবা ফ্যাশন—যে কারণেই হোক না কেন, ঘড়িকে গুরুত্ব দিতেই হয়। এ পর্যন্ত বহু কিছুর ব্যবহার-উপযোগিতা ফুরিয়ে গেলেও ঘড়ির ক্ষেত্রে সেটি হয়নি। একসময় মনে হচ্ছিল যে কম্পিউটার ও মোবাইল ফোন বুঝি ঘড়ির সাম্রাজ্যে পতন ডেকে আনল। কিন্তু বাস্তবে তা হয়নি; বরং এখন সেটি বহুমুখী ব্যবহারের মাধ্যমে ফিরে এসেছে আমাদের মধ্যে। স্বাস্থ্য তথ্য সরবরাহ করা এ সময়ের ঘড়িগুলোর বহুমুখী কাজের মধ্যে একটি।
ঘড়িগুলোকে এখন ব্যবহারকারীর বয়স অনুসারে সাজানো হচ্ছে। অর্থাৎ যে বয়সে স্বাস্থ্যের যেসব তথ্য যা প্রয়োজন, ঘড়িগুলো তাই সরবরাহ করছে। তেমনি একটি ঘড়ি গুগলের ফিটবিট।
দুরন্ত সাত বছর বা তার বেশি বয়সীদের জন্য গুগলের ফিটবিট বাজারে এনেছে নতুন স্মার্টওয়াচ। নির্দিষ্ট বয়সীদের পছন্দ, প্রয়োজন ও আগ্রহের কথা বিবেচনায় রেখে এই স্মার্টওয়াচ ডিজাইন করা হয়েছে। শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এতে যোগ করা হয়েছে লোকেশন ট্র্যাকিং ফিচার। এ ছাড়া রিয়েল টাইম লোকেশন আপডেটও পাওয়া যাবে স্মার্টওয়াচটিতে।
যা আছে
ফিটবিট এস এলটিই ইকো-ফ্রেন্ডলি স্মার্টওয়াচ। মজবুত বডি ও ওএলইডি ডিসপ্লে রয়েছে এতে। আছে স্মার্টফোনের মতো কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। স্টেইনলেস স্টিল ও রিসাইকেল করা প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এটি। এর ওজন ২৮ গ্রামের কিছু বেশি। ফিটবিট এস এলটিই স্মার্টওয়াচে আছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। আছে মাল্টি-টাস্কিংয়ের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ ৬ প্রসেসর। এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে ৩২৮ এমএএইচ ব্যাটারি। ঘড়িটি ৩০ মিনিটে ৬০ শতাংশ এবং ৭০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
কানেকটিভিটির ক্ষেত্রে পাওয়া যাবে এলটিই কানেকটিভিটি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এনএফসি এবং জিপিএস। শুধু তাই নয়, এই ঘড়ি পানিতে নষ্ট হবে না। ফিটবিট অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা—এটি এর বিশেষ ফিচার। তবে প্রাইভেসির কথা বিবেচনায় রেখে ২৪ ঘণ্টার লোকেশন ডেটা স্টোর থাকবে স্মার্টওয়াচে।
এই ঘড়ি দিয়ে ফোন করা ও মেসেজ পাঠাতে পারবে শিশুরা। বিশটি কন্টাক্ট নম্বর সেভ রাখা যাবে স্মার্টওয়াচটিতে। এতে থ্রিডি গেমস ফিচার রয়েছে। প্রায় সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে এর মাধ্যমে। পাশাপাশি ফিটনেসের জন্য এখানে গোলও সেট করা যাবে।
এই স্মার্টওয়াচের কলিং, মেসেজ এবং লোকেশন শেয়ারিং ফিচার অ্যাকসেস করার জন্য ফিটবিট এইচ পাস সাবস্ক্রিপশন নিতে হবে। এই ফিট পাসের মাসিক সাবস্ক্রিপশন ফি ৯.৯৯ ডলার বা প্রায় ১ হাজার ১০০ টাকা। স্মার্টওয়াচটির দাম ২২৯.৯৫ ডলার বা প্রায় ২৩ হাজার টাকা। এটি গুগল স্টোর ও আমাজন থেকে অর্ডার করা যাবে।
সূত্র: গ্যাজেট৩৬০
প্রয়োজন কিংবা ফ্যাশন—যে কারণেই হোক না কেন, ঘড়িকে গুরুত্ব দিতেই হয়। এ পর্যন্ত বহু কিছুর ব্যবহার-উপযোগিতা ফুরিয়ে গেলেও ঘড়ির ক্ষেত্রে সেটি হয়নি। একসময় মনে হচ্ছিল যে কম্পিউটার ও মোবাইল ফোন বুঝি ঘড়ির সাম্রাজ্যে পতন ডেকে আনল। কিন্তু বাস্তবে তা হয়নি; বরং এখন সেটি বহুমুখী ব্যবহারের মাধ্যমে ফিরে এসেছে আমাদের মধ্যে। স্বাস্থ্য তথ্য সরবরাহ করা এ সময়ের ঘড়িগুলোর বহুমুখী কাজের মধ্যে একটি।
ঘড়িগুলোকে এখন ব্যবহারকারীর বয়স অনুসারে সাজানো হচ্ছে। অর্থাৎ যে বয়সে স্বাস্থ্যের যেসব তথ্য যা প্রয়োজন, ঘড়িগুলো তাই সরবরাহ করছে। তেমনি একটি ঘড়ি গুগলের ফিটবিট।
দুরন্ত সাত বছর বা তার বেশি বয়সীদের জন্য গুগলের ফিটবিট বাজারে এনেছে নতুন স্মার্টওয়াচ। নির্দিষ্ট বয়সীদের পছন্দ, প্রয়োজন ও আগ্রহের কথা বিবেচনায় রেখে এই স্মার্টওয়াচ ডিজাইন করা হয়েছে। শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এতে যোগ করা হয়েছে লোকেশন ট্র্যাকিং ফিচার। এ ছাড়া রিয়েল টাইম লোকেশন আপডেটও পাওয়া যাবে স্মার্টওয়াচটিতে।
যা আছে
ফিটবিট এস এলটিই ইকো-ফ্রেন্ডলি স্মার্টওয়াচ। মজবুত বডি ও ওএলইডি ডিসপ্লে রয়েছে এতে। আছে স্মার্টফোনের মতো কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা। স্টেইনলেস স্টিল ও রিসাইকেল করা প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি এটি। এর ওজন ২৮ গ্রামের কিছু বেশি। ফিটবিট এস এলটিই স্মার্টওয়াচে আছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। আছে মাল্টি-টাস্কিংয়ের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ ৬ প্রসেসর। এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে ৩২৮ এমএএইচ ব্যাটারি। ঘড়িটি ৩০ মিনিটে ৬০ শতাংশ এবং ৭০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
কানেকটিভিটির ক্ষেত্রে পাওয়া যাবে এলটিই কানেকটিভিটি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এনএফসি এবং জিপিএস। শুধু তাই নয়, এই ঘড়ি পানিতে নষ্ট হবে না। ফিটবিট অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা—এটি এর বিশেষ ফিচার। তবে প্রাইভেসির কথা বিবেচনায় রেখে ২৪ ঘণ্টার লোকেশন ডেটা স্টোর থাকবে স্মার্টওয়াচে।
এই ঘড়ি দিয়ে ফোন করা ও মেসেজ পাঠাতে পারবে শিশুরা। বিশটি কন্টাক্ট নম্বর সেভ রাখা যাবে স্মার্টওয়াচটিতে। এতে থ্রিডি গেমস ফিচার রয়েছে। প্রায় সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে এর মাধ্যমে। পাশাপাশি ফিটনেসের জন্য এখানে গোলও সেট করা যাবে।
এই স্মার্টওয়াচের কলিং, মেসেজ এবং লোকেশন শেয়ারিং ফিচার অ্যাকসেস করার জন্য ফিটবিট এইচ পাস সাবস্ক্রিপশন নিতে হবে। এই ফিট পাসের মাসিক সাবস্ক্রিপশন ফি ৯.৯৯ ডলার বা প্রায় ১ হাজার ১০০ টাকা। স্মার্টওয়াচটির দাম ২২৯.৯৫ ডলার বা প্রায় ২৩ হাজার টাকা। এটি গুগল স্টোর ও আমাজন থেকে অর্ডার করা যাবে।
সূত্র: গ্যাজেট৩৬০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
২০ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
২০ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
২০ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
২০ দিন আগে