মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ওপেনএআইয়ের বহিষ্কৃত সিইও স্যাম অল্টম্যান ও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানের নেতৃত্বে একটি নতুন এআই গবেষণা দল গঠনের ঘোষণা দিয়েছেন। এ খবরে বিলিয়নিয়ার ইলন মাস্ক এ নিয়ে কটাক্ষ ও হাস্যরস করেছেন।
নাদেলা ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমরা এই খবর জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান সহকর্মীদের নিয়ে একটি নতুন উন্নত এআই গবেষণা দলের নেতৃত্ব দেওয়ার জন্য মাইক্রোসফটে যোগ দেবেন। আমরা তাঁদের সাফল্য ও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে প্রস্তুত।’
ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের ছড়ি ঘোরানো নিয়ে পরিচিত সমালোচক ইলন মাস্ক। তিনি এর প্রতিক্রিয়ায় কটাক্ষ করে এক্সে লিখেছেন, ‘এখন তাঁদের টিমস (মাইক্রোসফট টিমস) ব্যবহার করতে হবে!’
প্রতিক্রিয়াটি একটি প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন মাস্ক। ওই প্রতিবেদনে বলা হয়, ‘গুগল মিটে আলাপ চলাকালে অল্টম্যান এবং ব্রকম্যানকে ওপেনএআই থেকে বহিষ্কার করা হয়। গুগল মিট হলো মাইক্রোসফট টিমসের প্রতিযোগী প্ল্যাটফর্ম।’
মাস্কের উদ্ভট উত্তর এক্সে একটি মিম উৎসবের সূত্রপাত করেছে, যেখানে শত শত লোক টেসলা এবং স্পেসএক্সের সিইওয়ের নিয়ে হাসি–ঠাট্টা করছেন।
এক ব্যক্তি লিখেছেন, ‘ফায়ারড ওন মিট, হায়ারড ওন টিমস।’ অন্য একজন সিনেমাপ্রেমী এ নিয়ে ঠাট্টা করতে গিয়ে ‘কিংডমস অব হেভেন’ চলচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।
এদিকে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে এনে খ্যাতি অর্জন করেন অল্টম্যান। তিনি ওই সময় এক্সে লেখেন, ‘অগ্রযাত্রা (মিশন) অব্যাহত রয়েছে।’
আকস্মিকভাবে গত শুক্রবার ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ অল্টম্যানেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পর প্রতিষ্ঠানটির কর্মচারী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অল্টম্যানকে ফেরানোর দাবিও উঠেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১২ আগস্ট ২০২৫অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১২ আগস্ট ২০২৫বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১২ আগস্ট ২০২৫স্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১২ আগস্ট ২০২৫