ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সফটওয়্যার আপডেট নীতি শক্তিশালী করার পর সাশ্রয়ী স্মার্টফোনগুলোর জন্য ছয় বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা আনতে যাচ্ছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে এই সুবিধা দেওয়ার হবে বলে জানা গেছে।
গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনটি কিছু নির্বাচিত অঞ্চলে বাজারে এনেছে স্যামসাং। স্যামসাং নেদারল্যান্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাজেট স্মার্টফোনটি ছয়টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়ার যোগ্য।
অপরদিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজ এবং গুগলের পিক্সেল ডিভাইসগুলোর চেয়ে সাত বছরের আপডেট পাবে।
গত বছর পিক্সেল ৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে গুগল এই খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই সিরিজটিতে সাত বছরের নিরাপত্তা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দেওয়ার হয়। এই নীতি পরবর্তী সময়ে পিক্সেল ৮ এ, পিক্সেল ৯, পিক্সেল ৯প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এও প্রযোজ্য হয়েছে। এদিকে স্যামসাং এই বছরের শুরুতে গুগলের পথ অনুসরণ করেছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ ফোনে এই সুবিধা দেবে স্যামসাং।
গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো সাশ্রয়ী মূল্যের। আর এ১৬ ফোনটি ছয় বছরের আপডেট পেলে ভবিষ্যতে অধিকাংশ মিড-রেঞ্জ স্যামসাং ফোনের জন্যও এই নীতি প্রযোজ্য হতে পারে। গ্যালাক্সি এ৫ এক্স সিরিজের মতো আরও দামি মিড-রেঞ্জ ফোনগুলোতে সাত বছর পর্যন্ত আপডেট পাওয়া যেতে পারে। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই তথ্যের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা যাচ্ছে না।
গ্যালাক্সি এ১৬ ফোনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে। অঞ্চলভেদে এক্সিনস বা মিডিয়া টেক শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। ফোনটিতে তিন ক্যামেরা রয়েছ—৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়া এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ছয়টি অপারেটিং সিস্টেম আপডেট পেলে গ্যালাক্সি এ১৬ ৫জি গ্যালাক্সি এ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোকে ছাড়িয়ে যাবে। যার মধ্যে দামি গ্যালাক্সি এ৩৫ এবং এ৫৫ মডেলগুলোর সর্বোচ্চ চার বছরের সফটওয়্যার আপডেট পাবে। তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৬ প্রোডাক্ট লিস্টিং পৃষ্ঠায় উল্লেখ করেছে, ‘ওপরে বর্ণিত ওএস আপডেট এবং নিরাপত্তা আপডেট নীতি পরিবর্তিত হতে পারে।’
স্মার্টফোনটি বর্তমানে নির্বাচিত কিছু বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে নেদারল্যান্ডস এবং ফ্রান্স অন্তর্ভুক্ত। ফোনটির দাম শুরু হচ্ছে ২২৯ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। গ্যালাক্সি এ১৬ ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের বাজারেও বিক্রি শুরু হতে পারে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর জন্য সফটওয়্যার আপডেট নীতি শক্তিশালী করার পর সাশ্রয়ী স্মার্টফোনগুলোর জন্য ছয় বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা আনতে যাচ্ছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনে এই সুবিধা দেওয়ার হবে বলে জানা গেছে।
গ্যালাক্সি এ১৬ ৫জি স্মার্টফোনটি কিছু নির্বাচিত অঞ্চলে বাজারে এনেছে স্যামসাং। স্যামসাং নেদারল্যান্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বাজেট স্মার্টফোনটি ছয়টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়ার যোগ্য।
অপরদিকে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ২৪ সিরিজ এবং গুগলের পিক্সেল ডিভাইসগুলোর চেয়ে সাত বছরের আপডেট পাবে।
গত বছর পিক্সেল ৮ সিরিজ উন্মোচনের মাধ্যমে গুগল এই খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই সিরিজটিতে সাত বছরের নিরাপত্তা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেটের সুবিধা দেওয়ার হয়। এই নীতি পরবর্তী সময়ে পিক্সেল ৮ এ, পিক্সেল ৯, পিক্সেল ৯প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএল–এও প্রযোজ্য হয়েছে। এদিকে স্যামসাং এই বছরের শুরুতে গুগলের পথ অনুসরণ করেছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ ফোনে এই সুবিধা দেবে স্যামসাং।
গ্যালাক্সি ‘এ’ সিরিজের ফোনগুলো সাশ্রয়ী মূল্যের। আর এ১৬ ফোনটি ছয় বছরের আপডেট পেলে ভবিষ্যতে অধিকাংশ মিড-রেঞ্জ স্যামসাং ফোনের জন্যও এই নীতি প্রযোজ্য হতে পারে। গ্যালাক্সি এ৫ এক্স সিরিজের মতো আরও দামি মিড-রেঞ্জ ফোনগুলোতে সাত বছর পর্যন্ত আপডেট পাওয়া যেতে পারে। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত এই তথ্যের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করা যাচ্ছে না।
গ্যালাক্সি এ১৬ ফোনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামলেড ডিসপ্লে রয়েছে। অঞ্চলভেদে এক্সিনস বা মিডিয়া টেক শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। ফোনটিতে তিন ক্যামেরা রয়েছ—৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এ ছাড়া এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
ছয়টি অপারেটিং সিস্টেম আপডেট পেলে গ্যালাক্সি এ১৬ ৫জি গ্যালাক্সি এ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলোকে ছাড়িয়ে যাবে। যার মধ্যে দামি গ্যালাক্সি এ৩৫ এবং এ৫৫ মডেলগুলোর সর্বোচ্চ চার বছরের সফটওয়্যার আপডেট পাবে। তবে স্যামসাং তাদের গ্যালাক্সি এ১৬ প্রোডাক্ট লিস্টিং পৃষ্ঠায় উল্লেখ করেছে, ‘ওপরে বর্ণিত ওএস আপডেট এবং নিরাপত্তা আপডেট নীতি পরিবর্তিত হতে পারে।’
স্মার্টফোনটি বর্তমানে নির্বাচিত কিছু বাজারে পাওয়া যাচ্ছে, যার মধ্যে নেদারল্যান্ডস এবং ফ্রান্স অন্তর্ভুক্ত। ফোনটির দাম শুরু হচ্ছে ২২৯ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা)। গ্যালাক্সি এ১৬ ৫জি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশের বাজারেও বিক্রি শুরু হতে পারে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৮ দিন আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৮ দিন আগেবিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণ জিপিটি-৫ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, এই মডেলটি মানুষের পিএইচডি লেভেলের দক্ষ!
১৮ দিন আগেস্মার্টফোন আসক্তি অনেকের কাছে ব্যাপক মাথাব্যথার কারণ। বিরতিহীন স্মার্টফোন স্ক্রলিংয়ের কারণে অন্যান্য কাজে মনোযোগ নষ্ট হয়। তা ছাড়া মানসিক স্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে স্মার্টফোনের আসক্তি কমানো যায় স্মার্টফোন দিয়েই। বিভিন্ন অ্যাপ দিয়ে সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে বেরিয়ে আসা যায়। দেখে নিন
১৮ দিন আগে